অরবিন্দ কেজরিওয়াল, ছবি - পিটিআই

Arvind Kejriwal: মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরিকে সরাতে আবেদন আদালতে, খারিজ করল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি: দিল্লি আফগারি মামলায় গ্রেফতার হওয়ার পর তাঁর মুখ্যমন্ত্রী পদ বাতিল করার জন্য আদালতে আবেদন করা হয়েছিল৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে করা সেই আবেদন খারিজ করল আদালত৷ দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে করা এই মামলার ভিত্তিতে আদালত মত প্রকাশ করে জানাল, আপাতত তিনি মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করে যেতে চান কি না, এটা কেজরিওয়ালের নিজের সিদ্ধান্ত৷ পাশাপাশি, আবেদনকারীকে সাংবিধানিক প্রতিষ্ঠানকে আবেদন করার পরামর্শও দিয়েছে আদালত৷

আদালতের এই বেঞ্চের তরফ থেকে বলা হল, কখনও কখনও ব্যক্তিগত স্বার্থের উপরে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হয়৷ বিচারপতিরা প্রশ্ন করেছেন, ‘আমরা আইনের শাসনে আছি৷ আপনার কাছে এমন কোনও উদাহরণ আছে, যখন আদালতের নির্দেশ কোনও রাষ্ট্রপতি শাসন বা রাজ্যপালের শাসন জারি করা হয়েছে?’

হিন্দু সেনা সংগঠনের জাতীয় সভাপতি ও সমাজকর্মী বিষ্ণু গুপ্তা এই আবেদনটি করেছিলেন৷ আদালতের নির্দেশের পর এই আবেদন তুলে নেন তিনি, পাশাপাশি তিনি লেফটেন্যান্ট গভর্নরের কাছে একটি প্রেসেন্টেশন দেওয়ার কথাও তিনি বলেছেন৷

এর আগে, এক সপ্তাহে সুপ্রিম কোর্টের বিচারপতি অজয় রস্তোগি বলেছিলেন, কেজরিওয়ালের উচিত এই উচ্চপদ থেকে অবশ্যই ইস্তফা দেওয়া উচিত৷ তিনি বলেছিলেন, ‘আপনি যদি হেফাজতে থাকেন, একজন হেফাজতে থাকা ব্যক্তির পক্ষে এমন দায়িত্ব কাজ করে যাওয়া উচিত নয়৷ সাধারণ মানুষের বোধ কাজ করে এমনই, যেখানে বলা চলে, তাঁর ইস্তফা দেওয়া উচিত৷’