AAP: দিল্লির মন্ত্রী অতীশিকে ভর্তি করানো হল হাসপাতালে, কমেছে শর্করার মাত্রা

নয়াদিল্লি: অনির্দিষ্টকালের অনশনে থাকা দিল্লির জলমন্ত্রী অতীশির সোমবার অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন৷ তারপরে তাঁকে লোক নায়ক জয় প্রকাশ (এলএনজেপি) হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সের ভেতরে নিয়ে যাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁর স্বাস্থ্যের একটি আপডেট শেয়ার করে, আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেছেন যে অতীশির রক্তে শর্করার মাত্রা ৩৬-এ নেমে এসেছে যার পরে তাঁকে হাসপাতালে তত্ত্বাবধানে রাখার পরামর্শ দেওয়া হয়েছিল।

পার্টির মতে, অতীশির স্বাস্থ্য পরীক্ষায় জানা গিয়েছে যে অনশনের প্রথম দিনের তুলনায় চতুর্থ দিনে তার রক্তে শর্করার মাত্রা ২৮ ইউনিট কমেছে। অন্য একটি বিবৃতিতে, আম আদমি পার্টি বলেছে যে অতীশির ওজন এবং রক্তচাপ দ্রুত হ্রাস পাচ্ছে, যা এলএনজেপি হাসপাতালের ডাক্তাররা “বিপজ্জনক” বলে জানিয়েছেন। “জলমন্ত্রী অতীশির ওজনও অপ্রত্যাশিতভাবে কমছে। ২১ শে জুন অনশনে বসার আগে, তার ওজন ছিল ৬৫.৮ কেজি, চতুর্থ দিনে ৬৩.৬ কেজিতে নেমে আসে। অর্থাৎ মাত্র ৪ দিনে তার ওজন ২.২ কেজি কমেছে,” বিবৃতিতে বলা হয়েছে।

আপ বিবৃতিতে বলা হয়েছে যে চিকিৎসকরা বলেছেন যে অতীশির রক্তে শর্করার মাত্রা, রক্তচাপ এবং ওজন যে গতিতে কমেছে তা বিপজ্জনক। সেই সঙ্গে মন্ত্রী অতীশির প্রস্রাবের কিটোনের মাত্রাও বাড়ছে। তার শরীরে কিটোনের পরিমাণ বৃদ্ধি তাঁর স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হবে, পার্টি বলেছে। উল্লেখযোগ্যভাবে, চিকিৎসকরা মন্ত্রী অতীশিকে বারবার খাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন, পিটিআই জানিয়েছে।