এই গ্রহ পরিবর্তনের জেরে এই মাসে বেশ কিছু রাজযোগের সৃষ্টি হবে। যার শুভ প্রভাব পড়বে বেশ কিছু রাশির উপর। কোন রাশির উপর পড়বে সুপ্রভাব? আসুন জেনে নেওয়া যাক। প্রতীকী ছবি।

Dhanteras 2024: ধনতেরাসের দিন বাম্পার লাভ! সূর্য-শনি-বুধ-শুক্রের তুমুল শক্তি, মেষ থেকে মীন জিনিসপত্র কিনেই কাঁপাবেন ত্রিভুবন

কিছুদিন বাদেই আলোর উৎসব দীপাবলি আর ঠিক তার আগেই পালিত হয় ধনকুবেরের উৎসব ধনতেরাস। ধনতেরাসের দিন রাতে ঘরের প্রবেশদ্বারে প্রদীপ জ্বালালে বলা হয় তা আপনার ঘরে ইতিবাচক শক্তি বছরভর বজায় রাখে। প্রতীকী ছবি।
কিছুদিন বাদেই আলোর উৎসব দীপাবলি আর ঠিক তার আগেই পালিত হয় ধনকুবেরের উৎসব ধনতেরাস। ধনতেরাসের দিন রাতে ঘরের প্রবেশদ্বারে প্রদীপ জ্বালালে বলা হয় তা আপনার ঘরে ইতিবাচক শক্তি বছরভর বজায় রাখে। প্রতীকী ছবি।
এই প্রসঙ্গে জ্যোতিষ শাস্ত্রী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, ধনতেরাসের দিন বিভিন্ন রাশির বিভিন্ন উপায়ে মা লক্ষ্মী এবং ধনকুবেরের আশীর্বাদ পেতে পারেন। সেক্ষেত্রে এইসব রাশির বেশকিছু জিনিস মেনে চলতে হবে। দেখে নেওয়া যাক কোন কোন রাশির কী কী উপায় মেনে চললে সোনায় মুড়ে যাবে জীবন। প্রতীকী ছবি।
এই প্রসঙ্গে জ্যোতিষ শাস্ত্রী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, ধনতেরাসের দিন বিভিন্ন রাশির বিভিন্ন উপায়ে মা লক্ষ্মী এবং ধনকুবেরের আশীর্বাদ পেতে পারেন। সেক্ষেত্রে এইসব রাশির বেশকিছু জিনিস মেনে চলতে হবে। দেখে নেওয়া যাক কোন কোন রাশির কী কী উপায় মেনে চললে সোনায় মুড়ে যাবে জীবন। প্রতীকী ছবি।
মেষএই রাশির জাতক/জাতিকারা ধনতেরাসের শুভ দিনে বাড়ির প্রবেশদ্বারে দুটি প্রদীপ জ্বেলে রাখুন। দেখবেন গোটা বাড়িতে ইতিবাচক শক্তিতে ভরে যাবে। কোনও নেতিবাচক শক্তি সারা বছর ঘেঁষতে পারবে না। প্রতীকী ছবি।
মেষ
এই রাশির জাতক/জাতিকারা ধনতেরাসের শুভ দিনে বাড়ির প্রবেশদ্বারে দুটি প্রদীপ জ্বেলে রাখুন। দেখবেন গোটা বাড়িতে ইতিবাচক শক্তিতে ভরে যাবে। কোনও নেতিবাচক শক্তি সারা বছর ঘেঁষতে পারবে না। প্রতীকী ছবি।
বৃষযদি খরচ বেড়ে থাকে তাহলে ধনতেরাসের দিন পাঁচটি অশ্বত্থ পাতায় একটি হলুদ চন্দন কাঠ কোনও নদীতে ভাসিয়ে দিন। এই দিন সোনা, রূপো, নতুন জামাকাপড় ইত্যাদি কেনা শুভ বলে ধরা হয়। কিন্তু ভুলেও তেল বা কাঠের সামগ্রী কিনবেন না। প্রতীকী ছবি।
বৃষ
যদি খরচ বেড়ে থাকে তাহলে ধনতেরাসের দিন পাঁচটি অশ্বত্থ পাতায় একটি হলুদ চন্দন কাঠ কোনও নদীতে ভাসিয়ে দিন। এই দিন সোনা, রূপো, নতুন জামাকাপড় ইত্যাদি কেনা শুভ বলে ধরা হয়। কিন্তু ভুলেও তেল বা কাঠের সামগ্রী কিনবেন না। প্রতীকী ছবি।
মিথুনপাঁচটি বট ফলে রঙ করুন তারপর লাল চন্দন কাঠের সঙ্গে একটি লাল কাপড়ে মুড়ে কয়েকটা কয়েন রেখে তা কোনও বাড়ি বা দোকানে রেখে দিতে হবে। এই দিন রত্ন, জমি, কেন শুভ বলে মনে করা হয়। কোনও ভাবেই এই দিন অ্যালুমিনিয়াম বা কাঠের কোনও জিনিস কিনবেন না। প্রতীকী ছবি।
মিথুন
পাঁচটি বট ফলে রঙ করুন তারপর লাল চন্দন কাঠের সঙ্গে একটি লাল কাপড়ে মুড়ে কয়েকটা কয়েন রেখে তা কোনও বাড়ি বা দোকানে রেখে দিতে হবে। এই দিন রত্ন, জমি, কেন শুভ বলে মনে করা হয়। কোনও ভাবেই এই দিন অ্যালুমিনিয়াম বা কাঠের কোনও জিনিস কিনবেন না। প্রতীকী ছবি।
কর্কটধনতেরাসের দিন সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে পঞ্চ প্রদীপ জ্বালতে হবে। ফলে আপনার জীবনে আর্থিক উন্নতি আসবে। এই দিন আপনি সাদা কাপড়, চিনি কিংবা যান-বাহন কেন শুভ বলে ধরা হয়। প্রতীকী ছবি।
কর্কট
ধনতেরাসের দিন সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে পঞ্চ প্রদীপ জ্বালতে হবে। ফলে আপনার জীবনে আর্থিক উন্নতি আসবে। এই দিন আপনি সাদা কাপড়, চিনি কিংবা যান-বাহন কেন শুভ বলে ধরা হয়। প্রতীকী ছবি।
সিংহযদি আর্থিক ক্ষতির সম্মুখীন হন তবে ধনতেরাসের দিন গরুকে খাওয়ান শুরু করুন। এছাড়াও সোনার গহনা, ডিজিটাল যন্ত্রপাতি এইদিন কেনা শুভ বলে ধরা হয়। লোহার কোনও জিনিস কেনা থেকে বিরত থাকুন। প্রতীকী ছবি।
সিংহ
যদি আর্থিক ক্ষতির সম্মুখীন হন তবে ধনতেরাসের দিন গরুকে খাওয়ান শুরু করুন। এছাড়াও সোনার গহনা, ডিজিটাল যন্ত্রপাতি এইদিন কেনা শুভ বলে ধরা হয়। লোহার কোনও জিনিস কেনা থেকে বিরত থাকুন। প্রতীকী ছবি।
কন্যাধনতেরাসের দিন দু'টি বাতাসা এবং ১০১ টাকার দক্ষিণা মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন। দেখবেন সব ধরনের বাধা বিপত্তি দূর হবে। এই দিন সবুজ রঙের পোশাক, নতুন আসবাব, রত্ন এবং সোনা কেনা শুভ বলে ধরা হয়। কালো কোনও পোশাক বা কাপড় বাড়িতে আনবেন না। প্রতীকী ছবি।
কন্যা
ধনতেরাসের দিন দু’টি বাতাসা এবং ১০১ টাকার দক্ষিণা মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন। দেখবেন সব ধরনের বাধা বিপত্তি দূর হবে। এই দিন সবুজ রঙের পোশাক, নতুন আসবাব, রত্ন এবং সোনা কেনা শুভ বলে ধরা হয়। কালো কোনও পোশাক বা কাপড় বাড়িতে আনবেন না। প্রতীকী ছবি।
তুলাকোনও ধরনের আর্থিক সমস্যায় পড়লে মা লক্ষ্মীকে নারকেল অর্পণ করুন। এইদিন হিরে্‌ সুগন্ধি এবং কসমেটিক্স সামগ্রী কেনা শুভ বলে মনে করা হয়। লোহার কোনও জিনিস কিনবেন না। প্রতীকী ছবি।
তুলা
কোনও ধরনের আর্থিক সমস্যায় পড়লে মা লক্ষ্মীকে নারকেল অর্পণ করুন। এইদিন হিরে্‌ সুগন্ধি এবং কসমেটিক্স সামগ্রী কেনা শুভ বলে মনে করা হয়। লোহার কোনও জিনিস কিনবেন না। প্রতীকী ছবি।
বৃশ্চিকযদি আপনি দেনায় থাকেন তবে ধনতেরাসের দিন কোনও শ্মশানের কুয়ো থেকে জল নিয়ে তা অশ্বত্থ গাছে নিবেদন করুন। এছাড়াও এই দিন নতুন জামা, জমি এবং বাড়ি কেনা শুভ বলে মানা হয়। কালো পোশাক কিনবেন না। প্রতীকী ছবি।
বৃশ্চিক
যদি আপনি দেনায় থাকেন তবে ধনতেরাসের দিন কোনও শ্মশানের কুয়ো থেকে জল নিয়ে তা অশ্বত্থ গাছে নিবেদন করুন। এছাড়াও এই দিন নতুন জামা, জমি এবং বাড়ি কেনা শুভ বলে মানা হয়। কালো পোশাক কিনবেন না। প্রতীকী ছবি।
ধনুএই দিন ১১টি ডুমুর পাতা নিয়ে একটি মালা বানিয়ে তা বট গাছে বাঁধুন। আপনার আর্থিক উন্নতি ঘটাবে। এই দিন যেকোনো  ধাতুর বস্তু, জমি কেনা শুভ বলে মানা হ। তবে আসবাব বা সৌন্দর্যবর্ধক সামগ্রী কেনা থেকে বিরত থাকুন। প্রতীকী ছবি।
ধনু
এই দিন ১১টি ডুমুর পাতা নিয়ে একটি মালা বানিয়ে তা বট গাছে বাঁধুন। আপনার আর্থিক উন্নতি ঘটাবে। এই দিন যেকোনো ধাতুর বস্তু, জমি কেনা শুভ বলে মানা হ। তবে আসবাব বা সৌন্দর্যবর্ধক সামগ্রী কেনা থেকে বিরত থাকুন। প্রতীকী ছবি।
মকরআর্থিক স্থিতি উন্নতি করতে ধনতেরাসের সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালান। এই দিন সোনা কেনা শুভ বলে ধরা হয়। হলুদ মিষ্টি এবং হলুদ পোশাক কেনা থেকে বিরত থাকুন। প্রতীকী ছবি।
মকর
আর্থিক স্থিতি উন্নতি করতে ধনতেরাসের সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালান। এই দিন সোনা কেনা শুভ বলে ধরা হয়। হলুদ মিষ্টি এবং হলুদ পোশাক কেনা থেকে বিরত থাকুন। প্রতীকী ছবি।
কুম্ভধনতেরাসের রাতে ভগবানকে স্মরণ করুন দেখবেন বাড়িতে উন্নতি এবং সমৃদ্ধি আসছে। এইদিন যান-বাহন এবং খাতা-বই কেনা শুভ বলে ধরা হয়। লোহার কোনও জিনিস কিনবেন না। প্রতীকী ছবি।
কুম্ভ
ধনতেরাসের রাতে ভগবানকে স্মরণ করুন দেখবেন বাড়িতে উন্নতি এবং সমৃদ্ধি আসছে। এইদিন যান-বাহন এবং খাতা-বই কেনা শুভ বলে ধরা হয়। লোহার কোনও জিনিস কিনবেন না। প্রতীকী ছবি।
মীনব্যবসায় লাভ দেখতে হলে ধনতেরাসে পড়শিদের উপহার দিন। এই দিন রূপো, রত্ন এবং সোনা  কেনা শুভ বলে মনে করা হয়। কোনওভাবেই অ্যালুমিনিয়ামের কোনও জিনিস কিনবেন না। প্রতীকী ছবি।
মীন
ব্যবসায় লাভ দেখতে হলে ধনতেরাসে পড়শিদের উপহার দিন। এই দিন রূপো, রত্ন এবং সোনা কেনা শুভ বলে মনে করা হয়। কোনওভাবেই অ্যালুমিনিয়ামের কোনও জিনিস কিনবেন না। প্রতীকী ছবি।

(দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)