জ্যোতিষকাহন Diwali Lakshmipuja Rituals 2024: আজ রাতে দীপান্বিতা লক্ষ্মীপুজোর ঘটে দিন আস্ত এই ফল! টের পাবেন না অভাব! সংসারে শুধুই টাকার স্রোত Gallery October 31, 2024 Bangla Digital Desk কালীপুজোর রাতে অনেক পরিবারেই দীপান্বিতা লক্ষ্মীপুজো করার রীতি আছে। এই পুজোয় কীভাবে মায়ের সামনে ঘটস্থাপন করবেন, জেনে নিন। দেবী লক্ষ্মীর সামনে ঘটস্থাপন করার সময় কিছু নিয়ম মনে রাখুন। মনে করা হয় তাহলে সংসারে অর্থ, শ্রী, সম্পদের অভাব থাকবে না। বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট। পিতলের ঘট ভালভাবে পরিষ্কার করে নিন। সিঁদুরে তেল মিশিয়ে ঘটে আঁকুন মাঙ্গলিক স্বস্তিক চিহ্ন। ঘটে গঙ্গাজল দিন। তাতে রাখুন আম্রপল্লব। দেখবেন আম্রপল্লবে যেন বিজোড় সংখ্যক পাতা থাকে। ওই ঘটের গঙ্গাজলে দিন একটি আস্ত সুপুরি, ১ টাকার মুদ্রা এবং কিছু আতপচাল। ঘটে আম্রপল্লব বসিয়ে তার উপর রাখুন একটি পানপাতা। পুজোর ঘটে রাখুন শিস-সহ ছোট ডাব। পরিবর্তে রাখতে পারেন কলাও। যে ফলই রাখুন না কেন, তাতে সিঁদুরের মাঙ্গলিক চিহ্ন এঁকে দিন।