আর জি কর কাণ্ডের জেরে স্বাস্থ্য দফতরেও রদবদল৷

R G Kar murder update: আর জি কর কাণ্ডের জেরে এবার স্বাস্থ্য দফতরেও রদবদল, সরানো হল অধিকর্তাকে

কলকাতা: আর জি কর কাণ্ডের জেরে এবার স্বাস্থ্য দফতরের শীর্ষ স্তরেও রদবদল শুরু করল রাজ্য সরকার৷ আজই রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সিদ্ধার্থ নিয়োগীকে৷ তাঁর জায়গায় নতুন স্বাস্থ্য অধিকর্তা হয়েছেন দেবাশিস হালদার৷

ঘটনাচক্রে আজই আর জি কর হাসপাতালের অধ্যক্ষের পদ থেকে সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে৷ এর আগেই হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দেয় স্বাস্থ্য দফতর৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন সোদপুরে নিহত চিকিৎসকের বাড়িতে গিয়ে জানান, আর জি কর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকেও সরিয়ে দেওয়া হচ্ছে৷ যদিও এই সংক্রান্ত সরকারি কোনও নির্দেশিকা জারি হয়নি বলেই স্বাস্থ্য দফতর সূত্রে খবর৷

আরও পড়ুন:

সূত্রের খবর, স্বাস্থ্য অধিকর্তা পদে কিছুদিনের মধ্যেই অবসর নেওয়ার কথা ছিল সিদ্ধার্থ নিয়োগীর৷ কিন্তু আর জি কর কাণ্ডের জেরে নির্ধারিত সময়ের আগেই তাঁকে সরিয়ে দেওয়া হল৷

আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংস অত্যাচার করে খুনের ঘটনায় আর জি কর হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়ার দাবিতে সরব হন হাসপাতালের জুনিয়র চিকিৎসক এবং মেডিক্যাল পড়ুয়ারা৷ শেষ পর্যন্ত এ দিন অধ্যক্ষ হিসেবে পদত্যাগের পাশাপাশি চাকরি থেকেও ইস্তফা দেন সন্দীপ ঘোষ৷ যদিও তাঁর ইস্তফা গ্রহণ করেনি স্বাস্থ্য দফতর৷ সন্দীপ ঘোষকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পদে বদলি করা হয়েছে৷