লাইফস্টাইল Diwali 2024: সামনেই দীপাবলি, শঙ্খ পরিষ্কার করার উপায়গুলি জেনে নিন ঝটপট! Gallery October 27, 2024 Bangla Digital Desk ৩১ অক্টোবর দীপাবলি আর এই সময় অধিকাংশ ঘরেই সাফাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। সারা ঘর সাফাই হলেও অনেক সময়েই আমরা অনেক ছোট ছোট জিনিস সাফ করতে ভুলে যাই। প্রতীকী ছবি। এই সময় অনেক বাড়িতেই পুজো-অর্চনার কাজ হয়। এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত শাঁখ যা পরিষ্কার করা অত্যন্ত জরুরি। প্রতীকী ছবি।কিছু কিছু জিনিস দিয়ে আপনি শঙ্খ পরিষ্কার করে নিতে পারেন খুব ভাল করে। দেখে নিতে হবে কী ভাবে পরিষ্কার করবেন শাঁখ। লেবু, ডিটারজেন্ট পাউডার এবং গরম জললেবু, ডিটারজেন্ট এবং গরম জলের সাহায্যে আপনি শাঁখ পরিষ্কার করতে পারেন। এই জন্য আপনার কিছু জিনিসের প্রয়োজন হবে।গরম জল করতে হবে এবার তাতে লেবুর রস দিতে হবে। এরপর ডিটারজেন্ট মেশাতে হবে।এরপর এই মিশ্রণের গাঢ় করতে হবে। তারপর তা শাঁখে ঢালতে হবে। প্রতীকী ছবি কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পর স্ক্রাবার দিয়ে সাফ করে নিতে হবে। তারপর আবার গরম জল দিয়ে সাফ করে নিতে হবে। প্রতীকী ছবি। বেকিং সোডা এবং সৈন্ধব লবণবেকিং সোডার সাহায্যেও শাঁখ পরিষ্কার করা যায়। এই জন্য আপনার বেকিং সোডা এবং সৈন্ধব লবণের প্রয়োজন। প্রতীকী ছবিপ্রথমে বেকিং সোডা এবং সৈন্ধব লবণের একটি মিশ্রণ তৈরি করুন। এরপর ওই মিশ্রণ শাঁখের মধ্যে দিয়ে পরিষ্কার করে নিন। এরপর গরম জল দিয়ে কাপড় দিয়ে মুছে নিন। প্রতীকী ছবি টুথপেস্ট দিয়েটুথপেস্ট দিয়ে আপনি শঙ্খ সাফাই করে নিতে পারেন। এই জন্য আপনার টুথপেস্টের প্রয়োজন হবে। অনেকক্ষেত্রেই শাঁখ পরিস্কারের ক্ষেত্রে তা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এই টুথপেস্ট শাঁখের দাগ পরিস্কারের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। প্রতীকী ছবি।