লাইফস্টাইল Diwali 2024: দীপাবলিতে বাজির উপদ্রব থেকে কীভাবে সাবধানে রাখবেন আপনার পোষ্যকে? রইল ডাক্তারের পরামর্শ Gallery October 25, 2024 Bangla Digital Desk বাজির আওয়াজে খুব কষ্ট পায় কুকুর-বিড়ালরা। এই প্রসঙ্গে পশু চিকিৎসক সবুজ রায় জানাচ্ছেন, বাজির কানফাটা আওয়াজে অসুস্থ হয়ে পড়ে অনেক পোষ্যই। ভয় ও আতঙ্কে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটে। তাই এই সময়টাতে বিশেষ নজর দেওয়া জরুরি পোষ্যের অভিভাবকদের। প্রতীকী ছবি চিকিৎসকের পরামর্শ, কিছু সহজ পদ্ধতির মাধ্যমে আপনার পোষ্যকে একটু আরামে রাখার চেষ্টা করা যায়। যেমন পোষ্যকে এমন ঘরে রাখুন যেখানে বাজির আওয়াজ কম পৌঁছবে। দরকারে ঘরের সব জানলা-দরজা বন্ধ করে হালকা কোনও গান বা মিউজ়িক চালিয়ে দিন বা টিভি চালু রাখুন। শব্দবাজির আওয়াজ যাতে কোনও ভাবেই তাদের কানে না যায়। প্রতীকী ছবি পোষ্য যদি ভয় পেয়ে খাটের তলায় ঢুকে পড়ে, সেখান থেকে তাদের বার করার চেষ্টা করবেন না। বরং বাড়িতে এমন জায়গা রাখুন যেখানে তারা নিরাপদ বোধ করতে পারে। প্রতীকী ছবি অনেক পোষ্যেরই এই সময় ভয় ও আতঙ্কে শরীরে জলশূন্যতার সমস্যা হতে পারে। তাই তাদের জন্য প্রচুর পরিমাণে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে। প্রতীকী ছবি পশু চিকিৎসক আরও জানান, বাজির ভয় কাটানোর কোনও ওষুধ হয় না। পোষ্যের ঘন ঘন খিঁচুনি হচ্ছে দেখে অনেকেই নেটমাধ্যম থেকে প্রাপ্ত ওষুধ কিনে খাইয়ে দেন। এমন কখনও করবেন না। শ্রবণশক্তি যার যত বেশি, বাজির আওয়াজে তার তত বেশি কষ্ট। তাই ঘুমের ওষুধ দিয়েও সমস্যার সমাধান হতে পারে না। তেমন হলে পশু চিকিৎসকের পরামর্শ নিন। প্রতীকী ছবি দীপাবলি চলে গেলেও বারুদের পোড়া গন্ধ দীর্ঘ সময় বাতাসে স্থায়ী হয়, যা ওদের পক্ষে অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়ায়। তাই চেষ্টা করুন ওদের জন্য দূষণহীন জায়গা খুঁজে নিতে। প্রয়োজনে ঘরে বাতাস পরিশোধক যন্ত্রও বসাতে পারেন। প্রতীকী ছবি