প্রদীপ 

Diwali 2024: দীপাবলিতে কোন ধরনের প্রদীপ বাড়িতে লাগাবেন? বাস্তু মত জানুন, জ্বলবে ভাগ্যের সলতে

আর কয়েকদিন পরেই দীপাবলীর আলোয় ঝলমল করবে পুরো বাড়ি। এ দীপাবলিতে ঘর সাজাতে অনেকেই বেছে নেন প্রদীপ, কেউ মোমবাতি, কেউ বা বিদ্যুতের আলো। আর আতসবাজি তো আছেই! দীপাবলিতে ঘর সাজানোর অন্যতম উপকরণ হল মাটির প্রদীপ। তবে বাস্তু মতে কোন প্রদীপ গুলো ব্যবহার করবেন? কিংবা কোন দিকে কোন প্রদীপ রাখলে জ্বলে উঠবে আপনার ভাগ্যের সলতে, জানেন কী? (পিয়া গুপ্তা) 
আর কয়েকদিন পরেই দীপাবলীর আলোয় ঝলমল করবে পুরো বাড়ি। এ দীপাবলিতে ঘর সাজাতে অনেকেই বেছে নেন প্রদীপ, কেউ মোমবাতি, কেউ বা বিদ্যুতের আলো। আর আতসবাজি তো আছেই! দীপাবলিতে ঘর সাজানোর অন্যতম উপকরণ হল মাটির প্রদীপ। তবে বাস্তু মতে কোন প্রদীপ গুলো ব্যবহার করবেন? কিংবা কোন দিকে কোন প্রদীপ রাখলে জ্বলে উঠবে আপনার ভাগ্যের সলতে, জানেন কী? (পিয়া গুপ্তা)
এ দীপাবলীর এই সময় বাড়িতে বাড়িতে প্রদীপ দিয়ে সাজানো হয়। তবে দীপাবলিতে মাটির প্রদীপে ঘর সাজালে সবচেয়ে ভাল ।
এ দীপাবলীর এই সময় বাড়িতে বাড়িতে প্রদীপ দিয়ে সাজানো হয়। তবে দীপাবলিতে মাটির প্রদীপে ঘর সাজালে সবচেয়ে ভাল ।
বাজারে রুপো, পিতল, ও তামার প্রদীপও পাওয়া যায় । তবে বাস্তু বিশেষজ্ঞ পূবালী গুহ শাস্ত্রী জানান , তার থেকে মাটির প্রদীপ দিয়ে বাড়ি সাজানোরই পরামর্শ দিচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা। এতে আর্থিক উন্নতি ত্বরান্বিত হয়।
বাজারে রুপো, পিতল, ও তামার প্রদীপও পাওয়া যায় । তবে বাস্তু বিশেষজ্ঞ পূবালী গুহ শাস্ত্রী জানান , তার থেকে মাটির প্রদীপ দিয়ে বাড়ি সাজানোরই পরামর্শ দিচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা। এতে আর্থিক উন্নতি ত্বরান্বিত হয়।
কিন্তু দীপাবলীর সময় কোন দিকে এই মাটির প্রদীপ রাখবেন জানেন কি? কোন দিকে প্রদীপ শুভ? দীপাবলির রাতে বাড়ির উত্তর দিকে রাখুন মাটির প্রদীপ। বাড়িতে আসবে সমৃদ্ধি। বাড়ির উত্তর দিকে নীল রঙের প্রদীপ রাখলে তা শুভ ফল দিতে পারে।
কিন্তু দীপাবলীর সময় কোন দিকে এই মাটির প্রদীপ রাখবেন জানেন কি? কোন দিকে প্রদীপ শুভ? দীপাবলির রাতে বাড়ির উত্তর দিকে রাখুন মাটির প্রদীপ। বাড়িতে আসবে সমৃদ্ধি। বাড়ির উত্তর দিকে নীল রঙের প্রদীপ রাখলে তা শুভ ফল দিতে পারে।
এ ছাড়াও দক্ষিণ দিকে লাল রঙের ও দক্ষিণ পশ্চিম দিকে গোলাপি রঙের প্রদীপ রাখতে বলছেন বিশেষজ্ঞরা।
এ ছাড়াও দক্ষিণ দিকে লাল রঙের ও দক্ষিণ পশ্চিম দিকে গোলাপি রঙের প্রদীপ রাখতে বলছেন বিশেষজ্ঞরা।
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷