দীপাবলির পর কী করেন এত প্রদীপ? ফেলে দেন? বড় ভুল! এই ৫ ভাবে কাজে লাগান, সুখ-সমৃদ্ধি উপচে পড়বে

Diwali 2024: দীপাবলির পর কী করেন এত প্রদীপ? ফেলে দেন? বড় ভুল! এই ৫ ভাবে কাজে লাগান, সুখ-সমৃদ্ধি উপচে পড়বে

৩১ অক্টোবর দেশ জুড়ে মহাসমারোহে পালিত হয়েছে দীপাবলি। ১ নভেম্বরও বাড়িতে প্রদীপ জ্বেলেছেন অনেকে। কিন্তু প্রদীপ জ্বালার পর কী করেন সেই প্রদীপের? বেশিরভাগক্ষেত্রেই ফেলে দেওয়া হয় সেই প্রদীপ। কিন্তু জানেন কী দীপাবলির পরে প্রদীপ ফেলে দেওয়া জ‍্যোতিশশাস্ত্রমতে একেবারে অনুচিত।
৩১ অক্টোবর দেশ জুড়ে মহাসমারোহে পালিত হয়েছে দীপাবলি। ১ নভেম্বরও বাড়িতে প্রদীপ জ্বেলেছেন অনেকে। কিন্তু প্রদীপ জ্বালার পর কী করেন সেই প্রদীপের? বেশিরভাগক্ষেত্রেই ফেলে দেওয়া হয় সেই প্রদীপ। কিন্তু জানেন কী দীপাবলির পরে প্রদীপ ফেলে দেওয়া জ‍্যোতিশশাস্ত্রমতে একেবারে অনুচিত।
দীপাবলি হল আলোর উৎসব। দীপাবলির দিনে প্রতিটি বাড়ি সেজে ওঠে আলোয়। প্রদীপ বা মোমবাতির আলোয়ে ঘরদোর সাজিয়ে তোলা হয়। ঝলমল করতে থাকে চারদিক।
দীপাবলি হল আলোর উৎসব। দীপাবলির দিনে প্রতিটি বাড়ি সেজে ওঠে আলোয়। প্রদীপ বা মোমবাতির আলোয়ে ঘরদোর সাজিয়ে তোলা হয়। ঝলমল করতে থাকে চারদিক।
কিন্তু দীপাবলির উত্‍সব মিটে গেলে তারপর কী করেন সেই মাটির প্রদীপের? বেশিরভাগ ক্ষেত্রেই দীপাবলিতে জ্বালা প্রদীপের স্থান হয় আবর্জনার স্তূপে।
কিন্তু দীপাবলির উত্‍সব মিটে গেলে তারপর কী করেন সেই মাটির প্রদীপের? বেশিরভাগ ক্ষেত্রেই দীপাবলিতে জ্বালা প্রদীপের স্থান হয় আবর্জনার স্তূপে।
ভোপালের জ্যোতিষী সোনি পাউদ্দার জানালেন এমনটা একেবারেই করা উচিত নয়। কিন্তু তাহলে ঠিক কীভাবে ফের ব‍্যবহার করা যায় এইসব প্রদীপ? তার পরামর্শও দিলেন জ্যোতিষবিদ।
ভোপালের জ্যোতিষী সোনি পাউদ্দার জানালেন এমনটা একেবারেই করা উচিত নয়। কিন্তু তাহলে ঠিক কীভাবে ফের ব‍্যবহার করা যায় এইসব প্রদীপ? তার পরামর্শও দিলেন জ্যোতিষবিদ।
জ্যোতিষবিদ জানালেন দীপাবলির পরে প্রদীপগুলিকে যেখানে সেখানে ফেলে দেওয়া অশুভ বলে পরিগণিত হয়। দীপাবলির রাতে জ্বালার পর এর সঠিক ব‍্যবহার করা উচিত।
জ্যোতিষবিদ জানালেন দীপাবলির পরে প্রদীপগুলিকে যেখানে সেখানে ফেলে দেওয়া অশুভ বলে পরিগণিত হয়। দীপাবলির রাতে জ্বালার পর এর সঠিক ব‍্যবহার করা উচিত।
জ্যোতিষবিদ পরামর্শ দিলেন মন্দিরে গেলে ওই প্রদীপ জ্বেলে সঙ্গে নিয়ে যেতে। তাঁর মতে, পুজো দিতে গেলে দীপাবলির দিন জ্বালা প্রদীপ নিয়ে যেতে পারেন।
জ্যোতিষবিদ পরামর্শ দিলেন মন্দিরে গেলে ওই প্রদীপ জ্বেলে সঙ্গে নিয়ে যেতে। তাঁর মতে, পুজো দিতে গেলে দীপাবলির দিন জ্বালা প্রদীপ নিয়ে যেতে পারেন।
দীপাবলির দিনে লক্ষ্মী এবং গণেশের পুজো করা হয়। এতে ৫ টি প্রদীপ জ্বালা হয়। জ্যোতিষবিদের মতে, এই প্রদীপগুলি নদীর জলে ফেলে দিন। এটা করা শুভ। নেতিবাচকতা এড়ানো যায়।
দীপাবলির দিনে লক্ষ্মী এবং গণেশের পুজো করা হয়। এতে ৫ টি প্রদীপ জ্বালা হয়। জ্যোতিষবিদের মতে, এই প্রদীপগুলি নদীর জলে ফেলে দিন। এটা করা শুভ। নেতিবাচকতা এড়ানো যায়।
তবে দেবী লক্ষ্মীর পুজোর সময় প্রতি বছর নতুন প্রদীপই জ্বালা উচিত। পুরনো প্রদীপ বাড়ির উঠোনে বা অন‍্য যেকোনও জায়গায় ঘর সাজাবার জন‍্য ব‍্যবহার করতে পারেন। তবে পুজোর ক্ষেত্রে অবশ‍্যই নতুন প্রদীপ জ্বালা উচিত।
তবে দেবী লক্ষ্মীর পুজোর সময় প্রতি বছর নতুন প্রদীপই জ্বালা উচিত। পুরনো প্রদীপ বাড়ির উঠোনে বা অন‍্য যেকোনও জায়গায় ঘর সাজাবার জন‍্য ব‍্যবহার করতে পারেন। তবে পুজোর ক্ষেত্রে অবশ‍্যই নতুন প্রদীপ জ্বালা উচিত।
মাটির প্রদীপগুলিকে মাটিতে পুঁতেও দিতে পারেন। নদীতেও ভাসিয়ে দিতে পারেন। কেউ কেউ এই প্রদীপগুলিকে কুমোরকে ফিরিয়ে দেন।
মাটির প্রদীপগুলিকে মাটিতে পুঁতেও দিতে পারেন। নদীতেও ভাসিয়ে দিতে পারেন। কেউ কেউ এই প্রদীপগুলিকে কুমোরকে ফিরিয়ে দেন।
আপনার বাড়ির কাছে যদি কোনও নদী বা পুকুর না থাকে তবে এই প্রদীপগুলি বাড়ির এমন জায়গায় রাখুন যেখানে কেউ দেখতে না পারে। এটি শুভ বলে মনে করা হয়। অভাবীকে দান করলে শুভ ফল পাওয়া যায়। পরিবারে সুখ থাকে।
আপনার বাড়ির কাছে যদি কোনও নদী বা পুকুর না থাকে তবে এই প্রদীপগুলি বাড়ির এমন জায়গায় রাখুন যেখানে কেউ দেখতে না পারে। এটি শুভ বলে মনে করা হয়। অভাবীকে দান করলে শুভ ফল পাওয়া যায়। পরিবারে সুখ থাকে।