Astrological Tips: কমে যায় আয়ু! ঘুমোনোর সময় খবরদার করবেন না এই ভুল…সতর্ক করছেন বিশেষজ্ঞ

নয়াদিল্লি: বাস্তু শাস্ত্রে আমাদের আদর্শ জীবনচর্যা নিয়ে বহু পরামর্শই দেওয়া হয়েছে৷ যেমন, কীভাবে খেতে বসা উচিত, কোন দিকে মাথা করে ঘুমনো উচিত, বাড়ির কোন জিনিস কোনখানে রাখা উচিত৷ এমন বহু কিছু৷ এই সবের পিছনে নির্দিষ্ট কারণ রয়েছে বলে ব্যাখ্যা দিয়ে থাকেন বাস্তু বিশেষজ্ঞেরা৷ এই প্রতিবেদনে আমরা দেখব, কোন দিকে মাথা করে ঘুমোলে তা সার্বিক ভাবে আমাদের স্বাস্থ্যের উপরে খারাপ প্রভাব ফেলে৷ কোন দিকে মাথা করেই বা শোয়া উচিত৷

বাস্তুশাস্ত্রজ্ঞ পণ্ডিত দিলীপ ঠাকুরের মতে, বিষ্ণু পুরাণ, পদ্ম পুরাণে লেখা আছে যে, উত্তর দিকে মাথা রেখে ঘুমোনো কখনওই উচিত নয়। মনে করা হয়, উত্তরে দিকে মাথা রেখে ঘুমোলে সংশ্লিষ্ট ব্যক্তির অনেক ধরনের রোগ হতে পারে। এছাড়া, সংসারে দারিদ্র্য আসে, লোকসান আসে। ঘুম আমাদের জীবনের একটি অংশ হিসাবে বিবেচিত হয়, তাই যে কোনও ব্যক্তিকে ঘুমোনোর সময় দিকের খেয়াল অবশ্যই রাখতে হবে।

আরও পড়ুন: মহিলা সংগঠন শক্তিশালী করতে এবার নয়া প্ল্যান তৃণমূলের! বৈঠকী সাক্ষাৎ থেকে শুরু করে মুখোমুখি আমরা, পর পর কর্মসূচি

ধর্মীয় শাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী, উত্তর দিককে মৃত্যুর দিক হিসাবেও বিবেচনা করা হয়। এই দিকে মাথা রেখে ঘুমোনো অশুভ বলে মনে করা হয় এবং এটি করলে জীবনে অনেক নেতিবাচক প্রভাবও পড়ে, এর পাশাপাশি বয়সও কমে যায়।

আরও পড়ুন: পায়ের তালুতে রসুন ঘষছেন প্রিয়াঙ্কা! জানেন এই টোটকায় কী উপকার হয়? রয়েছে হাজারো গুণ

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, উত্তর দিকে মাথা রেখে ঘুমোনোকে মৃত্যু শয্যার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়৷ যখন একজন মানুষ মারা যায় তখন তাঁকে উত্তর দিকে মাথা করে রাখা হয়।