প্রতীকী ছবি

Astro Tips: বিয়ে হচ্ছে না? বারবার বাধা? অবিবাহিতরা শ্রাবণে ‘এই’ কাজটা করুন… দ্রুত তৈরি হবে বিবাহের যোগ!

 ভক্তরা শিবের প্রিয় মাস শ্রাবণে নিষ্ঠা সহকারে দেবাদিদেবের পুজো করেন।
ভক্তরা শিবের প্রিয় মাস শ্রাবণে নিষ্ঠা সহকারে দেবাদিদেবের পুজো করেন।
এও বিশ্বাস করা হয়, শ্রাবণ মাসে ভক্তদের কখনও খালি হাতে ফেরান না মহাদেব। বিবাহ সংক্রান্ত সমস্যায় এই মাসে কিছু প্রতিকারের নিদান রয়েছে। ভগবান শিবকে সেগুলো নিবেদন করতে হয়। তাহলেই চটজলদি ফল মেলে। তৈরি হয় বিবাহের যোগ।
এও বিশ্বাস করা হয়, শ্রাবণ মাসে ভক্তদের কখনও খালি হাতে ফেরান না মহাদেব। বিবাহ সংক্রান্ত সমস্যায় এই মাসে কিছু প্রতিকারের নিদান রয়েছে। ভগবান শিবকে সেগুলো নিবেদন করতে হয়। তাহলেই চটজলদি ফল মেলে। তৈরি হয় বিবাহের যোগ।
পাঁজি অনুযায়ী, ২২ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। এই মাসে ভগবান শিব ও দেবী পার্বতীর বিশেষ পূজা করা হয়। জীবনে সফলতা পেতে শ্রাবণের সোমবারগুলোয় উপবাসও করেন ভক্তরা। বিশ্বাস করা হয়, এতে কাঙ্ক্ষিত ফল মেলে।
পাঁজি অনুযায়ী, ২২ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। এই মাসে ভগবান শিব ও দেবী পার্বতীর বিশেষ পূজা করা হয়। জীবনে সফলতা পেতে শ্রাবণের সোমবারগুলোয় উপবাসও করেন ভক্তরা। বিশ্বাস করা হয়, এতে কাঙ্ক্ষিত ফল মেলে।
 অযোধ্যার জ্যোতিষবিদ পণ্ডিত কল্কি রাম বলছেন, যাঁরা অনেকদিন ধরে চাকরি খুঁজছেন বা ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ মিলছে না, তাঁদের শ্রাবণ মাসে কিছু প্রতিকার করা উচিত। সেটা হল পুজোর পর দেবী পার্বতীকে নূপুর নিবেদন করতে হবে।
অযোধ্যার জ্যোতিষবিদ পণ্ডিত কল্কি রাম বলছেন, যাঁরা অনেকদিন ধরে চাকরি খুঁজছেন বা ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ মিলছে না, তাঁদের শ্রাবণ মাসে কিছু প্রতিকার করা উচিত। সেটা হল পুজোর পর দেবী পার্বতীকে নূপুর নিবেদন করতে হবে।
শ্রাবণ মাসে ভগবান শিবের রুদ্রাভিষেকেরও বিশেষ তাৎপর্য রয়েছে। রুদ্রাভিষেকে জল, দুধ, দই, খাঁটি ঘি, মধু, চিনি, গঙ্গাজল ও আখের রস দিয়ে স্নান করানো হয়। তারপর অর্পণ করা হয়, বেলপাতা, শমীপত্র, কুশ এবং ডাব। শেষে ভোগ হিসেবে ভাঙ্গ, ধুতরো ও শ্রী ফল নিবেদন করা হয়।
শ্রাবণ মাসে ভগবান শিবের রুদ্রাভিষেকেরও বিশেষ তাৎপর্য রয়েছে। রুদ্রাভিষেকে জল, দুধ, দই, খাঁটি ঘি, মধু, চিনি, গঙ্গাজল ও আখের রস দিয়ে স্নান করানো হয়। তারপর অর্পণ করা হয়, বেলপাতা, শমীপত্র, কুশ এবং ডাব। শেষে ভোগ হিসেবে ভাঙ্গ, ধুতরো ও শ্রী ফল নিবেদন করা হয়।
এতে বাধা কেটে যায়। কর্মজীবনে সাফল্য মেলে। পাশাপাশি ব্যবসাতেই কাঙ্ক্ষিত লাভ পাওয়া যায়।
এতে বাধা কেটে যায়। কর্মজীবনে সাফল্য মেলে। পাশাপাশি ব্যবসাতেই কাঙ্ক্ষিত লাভ পাওয়া যায়।
পণ্ডিত কল্কি রাম বললেন, শ্রাবণে কয়েকটা জিনিস মেনে চললেই বিয়ের বাধা কেটে যাবে। এর জন্য শ্রাবণের সোমবার বিশুদ্ধ চিত্তে ভগবান শিবের অভিষেককাম করতে হয়। সঙ্গে জানাতে হয়, মনের ইচ্ছা। এটা খুব ভাল প্রতিকার।
পণ্ডিত কল্কি রাম বললেন, শ্রাবণে কয়েকটা জিনিস মেনে চললেই বিয়ের বাধা কেটে যাবে। এর জন্য শ্রাবণের সোমবার বিশুদ্ধ চিত্তে ভগবান শিবের অভিষেককাম করতে হয়। সঙ্গে জানাতে হয়, মনের ইচ্ছা। এটা খুব ভাল প্রতিকার।
এতে বিবাহের বাধা কেটে যায়। পাশাপাশি যোগ্য জীবনসঙ্গী পেতে শ্রাবণ মাসের সোমবার ভগবান শিব এবং দেবী পার্বতীর পুজো করার পরামর্শ দিয়েছেন পণ্ডিত কল্কি রাম। একই সঙ্গে ভক্তি ভরে সাধ্য অনুযায়ী গরিবদের দুধ, দই, সাদা কাপড় এবং মিষ্টি দান করতে হবে। জ্যোতিষশাস্ত্র মতে, এই প্রতিকার করলে মহাদেব প্রসন্ন হন। যোগ্য সহধর্মিনী লাভ হয়।
এতে বিবাহের বাধা কেটে যায়। পাশাপাশি যোগ্য জীবনসঙ্গী পেতে শ্রাবণ মাসের সোমবার ভগবান শিব এবং দেবী পার্বতীর পুজো করার পরামর্শ দিয়েছেন পণ্ডিত কল্কি রাম। একই সঙ্গে ভক্তি ভরে সাধ্য অনুযায়ী গরিবদের দুধ, দই, সাদা কাপড় এবং মিষ্টি দান করতে হবে। জ্যোতিষশাস্ত্র মতে, এই প্রতিকার করলে মহাদেব প্রসন্ন হন। যোগ্য সহধর্মিনী লাভ হয়।