Who Decides Gold Price: সোনার দাম কীভাবে ঠিক হয়? কে ঠিক করে? জেনে নিন

সোনার দাম প্রতিদিন বদলায়। কখনও বাড়ে, কখনও কমে। আবার একেক রাজ্যে সোনার দাম একেক রকম। কিন্তু সোনার দাম কীভাবে ঠিক হয়? কে ঠিক করে? এর বেশ কিছু মানদণ্ড রয়েছে। তার উপর ভিত্তি করেই ঠিক হয় সোনার দাম।
সোনার দাম প্রতিদিন বদলায়। কখনও বাড়ে, কখনও কমে। আবার একেক রাজ্যে সোনার দাম একেক রকম। কিন্তু সোনার দাম কীভাবে ঠিক হয়? কে ঠিক করে? এর বেশ কিছু মানদণ্ড রয়েছে। তার উপর ভিত্তি করেই ঠিক হয় সোনার দাম।
গ্রাহক সোনার দোকান থেকে যে দামে সোনা কেনেন তাকে বলে ‘স্পট রেট’। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা এমসিএক্স-এর ভিত্তিতে এই দাম নির্ধারণ করা হয়। এমসিএক্সে আবার ফিউচার মার্কেটে সোনার দাম, ভারতীয় বাজারে সোনার চাহিদা, পর্যাপ্ত সরবরাহ এবং আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে দাম ঠিক করা হয়।
গ্রাহক সোনার দোকান থেকে যে দামে সোনা কেনেন তাকে বলে ‘স্পট রেট’। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা এমসিএক্স-এর ভিত্তিতে এই দাম নির্ধারণ করা হয়। এমসিএক্সে আবার ফিউচার মার্কেটে সোনার দাম, ভারতীয় বাজারে সোনার চাহিদা, পর্যাপ্ত সরবরাহ এবং আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে দাম ঠিক করা হয়।
এখানেই শেষ নয়। সোনার দাম ঘোষণার আগে ফিউচার মার্কেট লন্ডনের বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করে। আলোচনা হয়। এরপর ঠিক হয় দাম। এমসিএক্সে ভ্যাট, শুল্ক এবং খরচ সহ সোনার দাম ঘোষণা করা হয়।
এখানেই শেষ নয়। সোনার দাম ঘোষণার আগে ফিউচার মার্কেট লন্ডনের বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করে। আলোচনা হয়। এরপর ঠিক হয় দাম। এমসিএক্সে ভ্যাট, শুল্ক এবং খরচ সহ সোনার দাম ঘোষণা করা হয়।
সোনার দামে ঘরোয়া এবং আন্তর্জাতিক রাজনীতির প্রভাব অপরিসীম। যেমন দেশে যদি সোনা আমদানি নিয়ে কেন্দ্র সরকার কোনও সিদ্ধান্ত নেয়, তাহলে সোনার দামেও তার ছাপ দেখা যাবে। হয় বাড়বে নয়ত কমবে। আবার যে সব দেশ সোনা রফতানি করে, কোনও এক বছরে যদি তাদের উৎপাদন কমে যায়, তাহলে তার প্রভাব সোনার দামেও পড়বে।
সোনার দামে ঘরোয়া এবং আন্তর্জাতিক রাজনীতির প্রভাব অপরিসীম। যেমন দেশে যদি সোনা আমদানি নিয়ে কেন্দ্র সরকার কোনও সিদ্ধান্ত নেয়, তাহলে সোনার দামেও তার ছাপ দেখা যাবে। হয় বাড়বে নয়ত কমবে। আবার যে সব দেশ সোনা রফতানি করে, কোনও এক বছরে যদি তাদের উৎপাদন কমে যায়, তাহলে তার প্রভাব সোনার দামেও পড়বে।
স্পট প্রাইস অর্থাৎ গ্রাহক যে দামে জুয়েলার্সের কাছ থেকে সোনা কেনেন, তা ঠিক করে শহরের বুলিয়ন অ্যাসোসিয়েশনের সদস্যরা, বাজার খোলার আগে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যারেট অনুযায়ী দাম আলাদা হয়। আবার যেহেতু প্রতিটা শহরে আলাদা আলাদা বুলিয়ন অ্যাসোসিয়েশন রয়েছে, তাই দামেও পার্থক্য হয়।
স্পট প্রাইস অর্থাৎ গ্রাহক যে দামে জুয়েলার্সের কাছ থেকে সোনা কেনেন, তা ঠিক করে শহরের বুলিয়ন অ্যাসোসিয়েশনের সদস্যরা, বাজার খোলার আগে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যারেট অনুযায়ী দাম আলাদা হয়। আবার যেহেতু প্রতিটা শহরে আলাদা আলাদা বুলিয়ন অ্যাসোসিয়েশন রয়েছে, তাই দামেও পার্থক্য হয়।
সারা বিশ্বের সোনার দাম কত হবে, তা ঠিক করে লন্ডনের বুলিয়ন মার্কেট। এটা বিশ্বের সর্ববৃহৎ বুলিয়ন বাজার। ২০১৫ সালের আগে লন্ডন গোল্ড ফিক্স ছিল সোনার নিয়ন্ত্রক সংস্থা, তারাই দাম ঠিক করত। ২০১৫ সালের ২০ মার্চের পর লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশন নামে নতুন সংস্থা তৈরি করা হয়। এখন এরাই সোনার দাম ঠিক করে।
সারা বিশ্বের সোনার দাম কত হবে, তা ঠিক করে লন্ডনের বুলিয়ন মার্কেট। এটা বিশ্বের সর্ববৃহৎ বুলিয়ন বাজার। ২০১৫ সালের আগে লন্ডন গোল্ড ফিক্স ছিল সোনার নিয়ন্ত্রক সংস্থা, তারাই দাম ঠিক করত। ২০১৫ সালের ২০ মার্চের পর লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশন নামে নতুন সংস্থা তৈরি করা হয়। এখন এরাই সোনার দাম ঠিক করে।