Gold: বাড়িতে কত সোনা আপনি রাখতে পারেন? আয়কর বিভাগের নতুন নিয়ম জেনে নিন

ভারতে সোনা শুধু অলঙ্কার নয়, সমৃদ্ধির প্রতীক। বিশ্বাস করা হয়, হলুদ ধাতু হল দেবী লক্ষ্মীর অংশ। তাই পুজোপার্বন হোক কিংবা উৎসব-অনুষ্ঠান, সামান্য হলেও সোনা কেনার চেষ্টা করেন সাধারণ মানুষ।
ভারতে সোনা শুধু অলঙ্কার নয়, সমৃদ্ধির প্রতীক। বিশ্বাস করা হয়, হলুদ ধাতু হল দেবী লক্ষ্মীর অংশ। তাই পুজোপার্বন হোক কিংবা উৎসব-অনুষ্ঠান, সামান্য হলেও সোনা কেনার চেষ্টা করেন সাধারণ মানুষ।
বাড়িতে সোনা রাখার নির্দিষ্ট সীমা রয়েছে। এই সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর বেশি সোনা রাখলে ভারতীয় আইন অনুযায়ী তা অপরাধ। আয়কর দফতর জরিমানা করতে পারে। তাই এই বিষয়ে সম্যক ধারণা থাকা জরুরি।
বাড়িতে সোনা রাখার নির্দিষ্ট সীমা রয়েছে। এই সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর বেশি সোনা রাখলে ভারতীয় আইন অনুযায়ী তা অপরাধ। আয়কর দফতর জরিমানা করতে পারে। তাই এই বিষয়ে সম্যক ধারণা থাকা জরুরি।
বাড়িতে কতটা সোনা রাখা যাবে: সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস-এর নিয়ম অনুযায়ী, একজন বিবাহিত মহিলা বাড়িতে সর্বোচ্চ ৫০০ গ্রাম সোনা রাখতে পারেন। তবে সোনা কোথা থেকে কেনা হয়েছে, তার প্রমাণ থাকতে হবে। সোনা কেনা, সংরক্ষণ এবং ট্যাক্সে সংক্রান্ত আইন নিয়ে কড়াকড়ি করছে সরকার।
বাড়িতে কতটা সোনা রাখা যাবে: সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস-এর নিয়ম অনুযায়ী, একজন বিবাহিত মহিলা বাড়িতে সর্বোচ্চ ৫০০ গ্রাম সোনা রাখতে পারেন। তবে সোনা কোথা থেকে কেনা হয়েছে, তার প্রমাণ থাকতে হবে। সোনা কেনা, সংরক্ষণ এবং ট্যাক্সে সংক্রান্ত আইন নিয়ে কড়াকড়ি করছে সরকার।
মহিলারা নিজের কাছে কতটুকু সোনা রাখতে পারবেন: আয়কর আইন অনুযায়ী একজন বিবাহিত নারী নিজের কাছে ৫০০ গ্রাম সোনা রাখতে পারেন। অবিবাহিত মহিলাদের জন্য সীমা ২৫০ গ্রাম। পরিবারের পুরুষ সদস্যদের নিজের কাছে ১০০ গ্রাম সোনা রাখার অনুমতি দেওয়া হয়েছে।
মহিলারা নিজের কাছে কতটুকু সোনা রাখতে পারবেন: আয়কর আইন অনুযায়ী একজন বিবাহিত নারী নিজের কাছে ৫০০ গ্রাম সোনা রাখতে পারেন। অবিবাহিত মহিলাদের জন্য সীমা ২৫০ গ্রাম। পরিবারের পুরুষ সদস্যদের নিজের কাছে ১০০ গ্রাম সোনা রাখার অনুমতি দেওয়া হয়েছে।
বংশ পরম্পরায় প্রাপ্ত সোনার উপর কি ট্যাক্স দিতে হয়: বৈধ ভাবে বংশ পরম্পরায় প্রাপ্ত সোনার উপর কোনও ট্যাক্স দিতে হয় না। আয়কর বিভাগ থেকে যদি রেইড হয়, নির্ধারিত সীমার মধ্যে থাকা সোনার গয়না বাজেয়াপ্ত করতে পারবে না।
বংশ পরম্পরায় প্রাপ্ত সোনার উপর কি ট্যাক্স দিতে হয়: বৈধ ভাবে বংশ পরম্পরায় প্রাপ্ত সোনার উপর কোনও ট্যাক্স দিতে হয় না। আয়কর বিভাগ থেকে যদি রেইড হয়, নির্ধারিত সীমার মধ্যে থাকা সোনার গয়না বাজেয়াপ্ত করতে পারবে না।
সোনার উপর ট্যাক্স: বাড়িতে সোনা রাখার জন্য কোন ট্যাক্স দিতে হয় না। তবে সেই সোনাই যদি বিক্রি করা হয়। তাহলে ট্যাক্স দিতে হবে।
সোনার উপর ট্যাক্স: বাড়িতে সোনা রাখার জন্য কোন ট্যাক্স দিতে হয় না। তবে সেই সোনাই যদি বিক্রি করা হয়। তাহলে ট্যাক্স দিতে হবে।
৩ বছর পর সোনা বিক্রি করলে কত ট্যাক্স দিতে হবে: ধরে নেওয়া যাক, তিন বছর আগে কেউ সোনার গয়না কিনেছিলেন। এখন তিনি সেটা বিক্রি করতে চান। তাহলে বর্তমান নিয়ম অনুযায়ী, লাভের উপর তাঁকে দীর্ঘমেয়াদি মূলধন লাভ কর দিতে হবে। এর হার ২০ শতাংশ।
৩ বছর পর সোনা বিক্রি করলে কত ট্যাক্স দিতে হবে: ধরে নেওয়া যাক, তিন বছর আগে কেউ সোনার গয়না কিনেছিলেন। এখন তিনি সেটা বিক্রি করতে চান। তাহলে বর্তমান নিয়ম অনুযায়ী, লাভের উপর তাঁকে দীর্ঘমেয়াদি মূলধন লাভ কর দিতে হবে। এর হার ২০ শতাংশ।
সোনার বন্ড বিক্রি করলে কত ট্যাক্স দিতে হবে: তিন বছরের মধ্যে যদি সোভেরিন গোল্ড বন্ড বিক্রি করা হয় তাহলে লাভ আয়ে যোগ হবে এবং আয়কর স্ল্যাব অনুযায়ী ট্যাক্স ধার্য হবে। তিন বছর পর বিক্রি করলে ২০ শতাংশ ইন্ডেক্সেশন এবং ১০ শতাংশ বিনা ইন্ডেক্সেশন সহ ট্যাক্স ধার্য করা হয়। আর যদি বন্ড মেয়াদ পর্যন্ত ধরে রাখা হয়, তাহলে লাভের উপর কোন ট্যাক্স দিতে হবে না।
সোনার বন্ড বিক্রি করলে কত ট্যাক্স দিতে হবে: তিন বছরের মধ্যে যদি সোভেরিন গোল্ড বন্ড বিক্রি করা হয় তাহলে লাভ আয়ে যোগ হবে এবং আয়কর স্ল্যাব অনুযায়ী ট্যাক্স ধার্য হবে। তিন বছর পর বিক্রি করলে ২০ শতাংশ ইন্ডেক্সেশন এবং ১০ শতাংশ বিনা ইন্ডেক্সেশন সহ ট্যাক্স ধার্য করা হয়। আর যদি বন্ড মেয়াদ পর্যন্ত ধরে রাখা হয়, তাহলে লাভের উপর কোন ট্যাক্স দিতে হবে না।