A, B, O..আপনার ব্লাড গ্রুপ কী? কাদের কোন রোগের ঝুঁকি বেশি? জেনে নিন

আপনার রক্তের গ্রুপ কী? জানেন কি, আপনার রক্তের গ্রুপের উপর শরীরের অনেক কিছু নির্ভর করে। রক্তের গ্রুপ থেকেই শরীর সম্পর্কে অনেক কিছু জানা যেতে পারে।
আপনার রক্তের গ্রুপ কী? জানেন কি, আপনার রক্তের গ্রুপের উপর শরীরের অনেক কিছু নির্ভর করে। রক্তের গ্রুপ থেকেই শরীর সম্পর্কে অনেক কিছু জানা যেতে পারে।
নিউট্রিশনাল সাইকিয়াট্রিস্ট ডঃ শেলডন জাবলো জানাচ্ছেন, রক্তের গ্রুপের উপর নির্ভর করে একজন ব্যক্তি কোন রোগে আক্রান্ত হতে পারেন!

নিউট্রিশনাল সাইকিয়াট্রিস্ট ডঃ শেলডন জাবলো জানাচ্ছেন, রক্তের গ্রুপের উপর নির্ভর করে একজন ব্যক্তি কোন রোগে আক্রান্ত হতে পারেন!
যাদের AB বা B রক্তের গ্রুপ, তাদের কিন্তু হৃদরোগ হওয়ার ঝুঁকি বেশি। তবে O গ্রুপের রক্ত যাদের তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিছুটা কম।
যাদের AB বা B রক্তের গ্রুপ, তাদের কিন্তু হৃদরোগ হওয়ার ঝুঁকি বেশি। তবে O গ্রুপের রক্ত যাদের তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিছুটা কম।
O গ্রুপ যাঁদের, তারা অনেক ক্ষেত্রে আলসারে আক্রান্ত হতে পারেন। পাকস্থলীর আলসার কিন্তু সমস্যা বাড়িয়ে দিতে পারে।
O গ্রুপ যাঁদের, তারা অনেক ক্ষেত্রে আলসারে আক্রান্ত হতে পারেন। পাকস্থলীর আলসার কিন্তু সমস্যা বাড়িয়ে দিতে পারে।
AB গ্রুপের রক্ত যাঁরা, তাদের বয়স হলে দৃষ্টিশক্তি ক্ষীণ হতে পারে। এমনকী রক্তে প্রোটিনের সমস্যার কারণে স্মৃতিশক্তি দুর্বল হতে পারে।
AB গ্রুপের রক্ত যাঁরা, তাদের বয়স হলে দৃষ্টিশক্তি ক্ষীণ হতে পারে। এমনকী রক্তে প্রোটিনের সমস্যার কারণে স্মৃতিশক্তি দুর্বল হতে পারে।
A, B গ্রুপের রক্তের মানুষদের রক্ত জমাট বাঁধার সমস্যা হতে পারে। তবে O গ্রুপের মানুষদের এই সমস্যা কম হতে পারে। এই ধরণের সমস্যা স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে।
A, B গ্রুপের রক্তের মানুষদের রক্ত জমাট বাঁধার সমস্যা হতে পারে। তবে O গ্রুপের মানুষদের এই সমস্যা কম হতে পারে। এই ধরণের সমস্যা স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে।
মানসিক চাপের সমস্যা বেশি হয় A গ্রুপের রক্তের মানুষদের। কর্টিসোল হরমোনের নিঃসরণ তাদের শরীরে বেশি হয়। ফলে সহজে মানসিক সমস্যার সঙ্গে লড়াই করতে পারেন না।
মানসিক চাপের সমস্যা বেশি হয় A গ্রুপের রক্তের মানুষদের। কর্টিসোল হরমোনের নিঃসরণ তাদের শরীরে বেশি হয়। ফলে সহজে মানসিক সমস্যার সঙ্গে লড়াই করতে পারেন না।