কোন রাজ্যের মহিলাদের কাছে সবচেয়ে বেশি সোনা রয়েছে? পরিসংখ্যান দেখলে চমকে যাবেন

একটা সময় ভারতকে ‘সোনে কা চিড়িয়া’ বলা হত। মানে সোনার পাখি। সেই সোনার লোভে বিদেশি আক্রমণকারীরা বারবার হানা দিয়েছে এই দেশে। লুঠে নিয়ে গিয়েছে ধনসম্পত্তি। কিন্তু তারপরেও ভারতের সম্পদ কমেনি। আলঙ্কারিক নয়, আক্ষরিক অর্থেই তাই।
একটা সময় ভারতকে ‘সোনে কা চিড়িয়া’ বলা হত। মানে সোনার পাখি। সেই সোনার লোভে বিদেশি আক্রমণকারীরা বারবার হানা দিয়েছে এই দেশে। লুঠে নিয়ে গিয়েছে ধনসম্পত্তি। কিন্তু তারপরেও ভারতের সম্পদ কমেনি। আলঙ্কারিক নয়, আক্ষরিক অর্থেই তাই।
আজও শুধু ভারতের মহিলাদের কাছে যে পরিমাণ সোনা রয়েছে তা প্রথম বিশ্বের পাঁচটি দেশের মোট সোনার চেয়ে বেশি। পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকার কাছে ৮ হাজার টন, জার্মানির কাছে ৩,৩০০ টন, ইটালির কাছে ২,৪৫০ টন, ফ্রান্সের কাছে ২,৪০০ টন এবং রাশিয়ার কাছে ১,৯০০ টন সোনা রয়েছে।
আজও শুধু ভারতের মহিলাদের কাছে যে পরিমাণ সোনা রয়েছে তা প্রথম বিশ্বের পাঁচটি দেশের মোট সোনার চেয়ে বেশি। পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকার কাছে ৮ হাজার টন, জার্মানির কাছে ৩,৩০০ টন, ইটালির কাছে ২,৪৫০ টন, ফ্রান্সের কাছে ২,৪০০ টন এবং রাশিয়ার কাছে ১,৯০০ টন সোনা রয়েছে।
আর ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী, শুধু ভারতীয় মহিলাদের কাছে রয়েছে ২৪ হাজার টন সোনা। যার মূল্য ১ ট্রিলিয়ন ডলারের বেশি। অর্থাৎ প্রায় ১০০ লক্ষ কোটি টাকা। ভাবা যায়! অর্থাৎ এই পাঁচটি দেশের কাছে মোট যত সোনা আছে তার চেয়ে বেশি সোনা ভারতীয় মহিলাদের কাছে রয়েছে। এখানেই শেষ নয়। বিশ্বের মোট সোনার ১১ শতাংশ রয়েছে ভারতের গৃহবধূদের কাছে। চমকে দেওয়ার মতো তথ্যই বটে। ভারতীয় পুরুষরা অবশ্য এই দিক থেকে অনেকটাই পিছিয়ে।
আর ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী, শুধু ভারতীয় মহিলাদের কাছে রয়েছে ২৪ হাজার টন সোনা। যার মূল্য ১ ট্রিলিয়ন ডলারের বেশি। অর্থাৎ প্রায় ১০০ লক্ষ কোটি টাকা। ভাবা যায়! অর্থাৎ এই পাঁচটি দেশের কাছে মোট যত সোনা আছে তার চেয়ে বেশি সোনা ভারতীয় মহিলাদের কাছে রয়েছে। এখানেই শেষ নয়। বিশ্বের মোট সোনার ১১ শতাংশ রয়েছে ভারতের গৃহবধূদের কাছে। চমকে দেওয়ার মতো তথ্যই বটে। ভারতীয় পুরুষরা অবশ্য এই দিক থেকে অনেকটাই পিছিয়ে।
যাইহোক, কোন রাজ্যের মহিলাদের কাছে সবচেয়ে বেশি সোনা রয়েছে? দেশের মোট সোনার ৪০ শতাংশ রয়েছে দক্ষিণ ভারতে। সোনার গয়না এখানকার মহিলারাই সবচেয়ে বেশি পরেন। দক্ষিণের রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ুতে রয়েছে দেশের মোট সোনার ২৮ শতাংশ। ফলে দেশের সবচেয়ে বেশি সোনা তামিলনাড়ু এবং দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যের মহিলাদের কাছেই আছে।
যাইহোক, কোন রাজ্যের মহিলাদের কাছে সবচেয়ে বেশি সোনা রয়েছে? দেশের মোট সোনার ৪০ শতাংশ রয়েছে দক্ষিণ ভারতে। সোনার গয়না এখানকার মহিলারাই সবচেয়ে বেশি পরেন। দক্ষিণের রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ুতে রয়েছে দেশের মোট সোনার ২৮ শতাংশ। ফলে দেশের সবচেয়ে বেশি সোনা তামিলনাড়ু এবং দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যের মহিলাদের কাছেই আছে।
শুধু সোনার গয়না নয়। ভারতে সোনায় বিনিয়োগও করা হয়। ভারতীয়রা সঞ্চয়ের ৫ শতাংশ ব্যাঙ্ক, শেয়ার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে। বাকিটা সোনায়। এদিক থেকেও গোটা দেশের মধ্যে তামিলনাড়ু এগিয়ে। এখানে মোট বিনিয়োগের ২৮.৩ শতাংশ সোনায় বিনিয়োগ করা হয়।
শুধু সোনার গয়না নয়। ভারতে সোনায় বিনিয়োগও করা হয়। ভারতীয়রা সঞ্চয়ের ৫ শতাংশ ব্যাঙ্ক, শেয়ার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে। বাকিটা সোনায়। এদিক থেকেও গোটা দেশের মধ্যে তামিলনাড়ু এগিয়ে। এখানে মোট বিনিয়োগের ২৮.৩ শতাংশ সোনায় বিনিয়োগ করা হয়।
ভারতীয়দের হাতে থাকা মোট সোনার ৮০ শতাংশই গয়না। একই সঙ্গে মন্দিরগুলিতেও হাজার হাজার টন সোনা রয়েছে। কেরলের পদ্মনাভ স্বামী মন্দিরে ১৩০০ টন সোনা রয়েছে বলে অনুমান করা হয়। অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ২৫০ থেকে ৩০০ টন সোনা রয়েছে।
ভারতীয়দের হাতে থাকা মোট সোনার ৮০ শতাংশই গয়না। একই সঙ্গে মন্দিরগুলিতেও হাজার হাজার টন সোনা রয়েছে। কেরলের পদ্মনাভ স্বামী মন্দিরে ১৩০০ টন সোনা রয়েছে বলে অনুমান করা হয়। অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ২৫০ থেকে ৩০০ টন সোনা রয়েছে।