আরজি করের ঘটনায় সৌরভের স্ত্রীর বিরাট সিদ্ধান্ত! ডোনা এবার পুজোয় যা করবেন…

৯ অক্টোবর ষষ্ঠী। ওই দিনই দু’মাস পূর্ণ হবে আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যুর। এই ঘটনার আবহে এখনও বিচারের দাবি করছে গোটা বাংলা। এমনকী গোটা বাংলায় এবার উৎসব হবে কিছুটা ম্লান। আর এর মধ্যে এবার ডোনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে বড় খবর জানা যাচ্ছে।
৯ অক্টোবর ষষ্ঠী। ওই দিনই দু’মাস পূর্ণ হবে আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যুর। এই ঘটনার আবহে এখনও বিচারের দাবি করছে গোটা বাংলা। এমনকী গোটা বাংলায় এবার উৎসব হবে কিছুটা ম্লান। আর এর মধ্যে এবার ডোনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে বড় খবর জানা যাচ্ছে।
এবার পুজোয় ডোনা গঙ্গোপাধ্যায়ের লন্ডনে অনুষ্ঠান করার কথা। মহালয়ার পর থেকেই তাঁর অনুষ্ঠান করার কথা। তবে এবার সেখানকার এক পুজো কমিটির তরফে দাবি করা হয়েছে, ৫ অক্টোবর পূর্ব নির্ধারিত ডোনা গঙ্গোপাধ্যায়ের সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
এবার পুজোয় ডোনা গঙ্গোপাধ্যায়ের লন্ডনে অনুষ্ঠান করার কথা। মহালয়ার পর থেকেই তাঁর অনুষ্ঠান করার কথা। তবে এবার সেখানকার এক পুজো কমিটির তরফে দাবি করা হয়েছে, ৫ অক্টোবর পূর্ব নির্ধারিত ডোনা গঙ্গোপাধ্যায়ের সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
ডোনা অবশ্য নিজে বলছেন, তিনি এবার পুজোয় কোনও বিনোদনমূলক অনুষ্ঠান করতে চাননি।
ডোনা অবশ্য নিজে বলছেন, তিনি এবার পুজোয় কোনও বিনোদনমূলক অনুষ্ঠান করতে চাননি।
আরও বেশ কিছু অনুষ্ঠান ডোনা করবেন লন্ডনে। ডোনা জানান, এবার পুজোয় তিনি এমন অনুষ্ঠান করতে চান যেখানে থাকবে  প্রতিবাদ কিংবা প্রার্থনা। এবার পুজোর অনুষ্ঠান শুধুমাত্র বিনোদনমূলক করতে চাইছেন না সৌরভের ঘরণী।
আরও বেশ কিছু অনুষ্ঠান ডোনা করবেন লন্ডনে। ডোনা জানান, এবার পুজোয় তিনি এমন অনুষ্ঠান করতে চান যেখানে থাকবে প্রতিবাদ কিংবা প্রার্থনা। এবার পুজোর অনুষ্ঠান শুধুমাত্র বিনোদনমূলক করতে চাইছেন না সৌরভের ঘরণী।
যেমন এবার পুজোয় ডোনার অনুষ্ঠানে সংযোজন হবে রবীন্দ্রনাথের তাসের দেশ। এছাড়া থাকবে মহিষাসুরমর্দিনী।
যেমন এবার পুজোয় ডোনার অনুষ্ঠানে সংযোজন হবে রবীন্দ্রনাথের তাসের দেশ। এছাড়া থাকবে মহিষাসুরমর্দিনী।  তবে জানা গিয়েছে, লন্ডনে আয়োজকরা সদস্যদের আবেগের কথা মাথায় রেখেই এবার অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।
ডোনা জানিয়েছেন, তাঁর নাচের স্কুল দীক্ষামঞ্জরী-র সঙ্গে এই উদ্যোগে শামিল হবেন লন্ডনের প্রবাসীরা।
ডোনা জানিয়েছেন, তাঁর নাচের স্কুল দীক্ষামঞ্জরী-র সঙ্গে এই উদ্যোগে শামিল হবেন লন্ডনের প্রবাসীরা। মূলত আরজি করের আবহে এবার তিনি পুজোয় অন্যরকম উদ্যোগ নিতে চান। শিল্পী হিসেবে তিনি শিল্পের মাধ্যমেই নিজের প্রতিবাদের ভাষার প্রতিষ্ঠা চান।
রেপ-টেপ সব জায়গায়ই হয়, কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? এর আগে এমন মন্তব্যের জন্য সমালোচিত হতে হয়েছিল সৌরভের স্ত্রী ডোনাকে। তবে ডোনা জানিয়েছিলেন, তিনি পাগল নন যে ধর্ষণের মতো জঘন্য ঘটনার পক্ষে থাকবেন। তিনি এই ঘটনার নিন্দা করে বিচারের দাবি তুলেছিলেন।
রেপ-টেপ সব জায়গায়ই হয়, কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? এর আগে এমন মন্তব্যের জন্য সমালোচিত হতে হয়েছিল সৌরভের স্ত্রী ডোনাকে। তবে ডোনা জানিয়েছিলেন, তিনি পাগল নন যে ধর্ষণের মতো জঘন্য ঘটনার পক্ষে থাকবেন। তিনি এই ঘটনার নিন্দা করে বিচারের দাবি তুলেছিলেন।