Aparna Sen

Droher Carnival: দ্রোহের কার্নিভালে অপর্ণা সেন, অনশন মঞ্চ থেকে স্লোগান ‘উই ওয়ান্ট জাস্টিস’

কলকাতা: দ্রোহের কার্নিভালে অপর্ণা সেন। অনশন মঞ্চ থেকে স্লোগান দিলেন ‘উই ওয়ান্ট জাস্টিস’! দ্রোহের কার্নিভালে রয়েছেন চৈতি ঘোষাল, উষসী চক্রবর্তীও। অপর্ণা সেন বলেন, ” আমি ওদের সঙ্গে সবসময় আছি। আদালত বুঝতে পেরেছে, তাই দ্রোহের কার্নিভালেরর অনুমতি দিয়েছে। আদালতকে ধন্যবাদ। এত মানুষের লড়াই বিফলে যেতে পারে না। এটা মানুষের কার্নিভাল। এটাই আসল কার্নিভাল। রেড রোডের কার্নিভাল নিয়ে কোনও মন্তব্য করব না। এই লড়াই জয় পাবেই।”

মঙ্গলবার অনন্য দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। জোড়া কার্নিভাল। একটি রেড রোডে পুজোর কার্নিভাল। অন্যটি সেখান থেকে অনতিদূরে  ‘দ্রোহের কার্নিভাল’। রানি রাসমণি রোডে বিকাল সাড়ে চারটে থেকে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’। পুজোর কার্নিভালের মাঝেই ধর্মতলায় প্রতিবাদের কার্নিভালে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের ভিড়। যেদিকে চোখ যায় জনস্রোত।দলে দলে মানুষ যোগ দিচ্ছেন মানববন্ধনে। প্রায় সকলেরই হাতে রয়েছে প্ল্যাকার্ড। মুখে একটাই স্লোগান, ‘জাস্টিস ফর আরজি কর’।

অন্যদিকে, ক্রমশ শক্তি বাড়ছে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনের। মঙ্গলবার তাঁদের অনশনমঞ্চে যোগ দিলেন আরও দুই জন। ফলে ধর্মতলার অনশনমঞ্চে অনশনকারী জুনিয়র ডাক্তারদের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। পাশাপাশি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এক জন জুনিয়র ডাক্তারও ‘আমরণ অনশন’ করছেন।

আরও পড়ুন:দ্রোহ কার্নিভালের দিনই বড় পদক্ষেপ! অনশনমঞ্চে যোগ আরও দুই জুনিয়ার ডাক্তারের

আরও পড়ুন:ধাক্কা রাজ্যের! দ্রোহ কার্নিভালের অনুমতি দিল হাই কোর্ট, কলকাতা পুলিশের নির্দেশিকা খারিজ

১০ দফা দাবিতে গত ৫ অক্টোবর রাত সাড়ে ৮টা থেকে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেন কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজের ছ’জন জুনিয়র ডাক্তার। রবিবার অনশনে যোগ দিয়েছিলেন আরজি করের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অনিকেত, অনুষ্টুপ, পুলস্ত্য এবং তনয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়। আরজি কর, নীলরতন সরকার এবং কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে তাঁদের।  ৬ অক্টোবর আরজি করের চিকিৎসক অনিকেত মাহাতো অনশনে যোগ দেন। ১০ অক্টোবর অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। গত ১১ অক্টোবর রাতে ধর্মতলার অনশনমঞ্চে আরও দুই জন যোগ দিয়েছিলেন। তাঁরা হলেন পরিচয় পণ্ডা এবং আলোলিকা ঘোড়ুই।  মঙ্গলবার নতুন দু’জন অনশনে যোগ দিলেন। তাঁরা হলেন স্পন্দন চৌধুরী এবং রুমেলিকা কুমার। রুমেলিকা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিনের জুনিয়র ডাক্তার। স্পন্দন মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার।