ডুয়া লিপা

Dua Lipa: সংগীতপ্রেমীদের জন্য সুখবর, স্টেজ কাঁপাতে ভারতে আসছেন ডুয়া লিপা, কবে কোথায়? জেনে নিন

নয়াদিল্লি: সঙ্গীতপ্রেমীদের জন্য সুখবর। ভারতে আসছেন ডুয়া লিপা। মুম্বইতে জোম্যাটো ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৪ শুরু হবে নভেম্বরের ৩০ তারিখ থেকে সেখানেই আসবেন এই বিখ্যাত ব্রিটিশ গায়িকা।

ডুয়ার তৃতীয় অ্যালবাম র‍্যাডিকাল অপটিমিজিমের প্রচারের জন্যই ভারতে এই সফর করবেন তিনি। ইতিমধ্যেই এই অ্যালবাম শোরগোল ফেলে দিয়েছে। অ্যালবাম প্রকাশের প্রথম দিনই ব্রিটেনে জনপ্রিয় হয়ে ওঠে। ২০২৪ সালে একজন ব্রিটিশ শিল্পী হিসাবে নাম উঠে আসে ডুয়ার।

এক সপ্তাহে সবথেকে বেশি বিক্রি হওয়া অ্যালবামের নামও তাঁরই নামে।

আরও পড়ুন: এনক্লোজার টপকে বাঘের খাঁচার সামনে তরুণী, শুরু ‘কুকর্ম’! তারপর? ভাইরাল ভিডিও

ইতিমধ্যেই এই ঘোষণার পর থেকেই তাঁর অনুরাগীরা উৎসাহিত হয়ে পড়েছেন। অনুরাগীদের পাশাপাশি তিনিও যে ভারতে আসতে ভীষণই উৎসাহী সে কথাও জানিয়েছেন ডুয়া। সমাজ মাধ্যমে পোস্ট করে তিনি লেখেন, “আমার পরের ভারত সফর ঘিরে আমি ভীষণ উৎসাহী।
এবং এটা আমাকে বারবার মনে করায় আমি এই জায়গাটাকে ঠিক কতটা ভালবাসি। এই জায়গার মানুষদের থেকে যে ভালবাসা, উষ্ণতা পাওয়া যায় তা সত্যিই অভাবনীয়। আমি নভেম্বর ২০২৪ অবধি অপেক্ষা করতে পারছি না।”

আগামী ২৯ অগাস্ট থেকে এই কনসার্টের টিকিট অনলাইনে পাওয়া যাবে।
এই বছর মে মাসে তাঁর তৃতীয় অ্যালবাম র‍্যাডিকাল অপটিমিজিম প্রকাশ পায়।

এই অ্যালবাম সম্পর্কে তিনি একটি লাইভ অনুষ্ঠানে জানান, “অনেকেই জিজ্ঞেস করছেন যে এই অ্যালবামের নামের অর্থ কী? আমার কাছে এর অর্থ জীবনের উজ্জ্বল দিক তুলে ধরা।”