ব্লাউজ 

Durga Puja Fashion 2024: আর ভাবনা নেই…! পুজোর ফ্যাশনে এবার বাজিমাত করছে এই মালাই কটন 

উত্তর দিনাজপুর: পুজোর সাজ মানেই বাঙালির মনে আগে আসে ট‍্যাডিশনাল সাজ। অন্য সময় শাড়ি পড়তে না চাইলেও পুজোর সময় শাড়ি পরে তো সাজবেন নিশ্চই! তার সঙ্গে গুরুত্বপূর্ণ ব্লাউজও। পুজোয় কোন শাড়ির সঙ্গে কোন ব্লাউজ পরলে ভাল দেখতে লাগবে, এইসব নিয়ে আর কোনও চিন্তা নেই। এবার বাজার কাঁপাচ্ছে মালাই কটন।

গরমে ঘেমে নেয়ে একশা হওয়ার সময়ে এই ধরনের ব্লাউজ কিন্তু খুব আরাম দেয়। ফ্যাশন এক্সপার্ট শিপ্রা ভৌমিক জানান, ট্রেন্ডিংয়ে অনেক ধরনের ব্লাউজ চলছে, তবে কাপড়ের মধ্যে সবথেকে বেশি আরামদায়ক হল মালাই কটন। এই মালাই কটন সব ধরনের শাড়ির সঙ্গেই  মানানসই। পুজোর মধ্যে এবারও খানিকটা গরম থাকবেই। সেজন্য আরামদায়ক ব্লাউজ হিসেবে মালাই কটন বেছে নিতে পারেন।

এই মালাই কটনের উপরেই বিভিন্ন ধরনের এমব্রয়ডারির ও ব্রাইডাল কাজ পেয়ে যাবেন। সুতোর কাজ করা ব্লাউজ এর দাম ২০০ টাকা থেকে শুরু। এছাড়া একটু হেভি ওয়ার্ক হলে ৪০০ টাকা দামের মধ্যে পেয়ে যাবেন। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ নিয়ে তাই নো টেনশন, কারণ মালাই কটন এবার করবে বাজিমাত।