কেরলে টিম পাঠানোর সিদ্ধান্ত মমতার

Mamata Banerjee: ‘আমি ভিআইপি কার্ডের বিরুদ্ধে…’ পুজো নিয়ে নেতাজি ইনডোরে বড় ঘোষণা মমতার

হাতে আর আড়াই মাস। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। প্রতি বছরের মতো এ বারেও পুজো নিয়ে ক্লাবগুলির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকাল ৪টে থেকে এই বৈঠক শুরু হয়। ক্লাব সংগঠনকে নিয়ে এই বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

ভিআইপি কার্ডের কথা বলেন তিনি। জানান, ‘আমি ভিআইপি কার্ডের বিরুদ্ধে। সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়াবে, আর ভিআইপিরা ঢুকে যাবে, এটার আমি পক্ষপাতী আমি নই।’ তিনি আরও বলেন, ‘বাসস্ট্যান্ড, ফেরি ঘাট এগুলি দেখতে হবে। কার কী কাজ হবে, সেটা পরিষ্কার করে বলুন। মেয়েদের নিরাপত্তা নিয়ে যেন কোনও সমস্যা না হয়। আরও বেশি ভলিন্টিয়ার রাখবেন। ভিড় এড়াতে আলাদা এন্ট্রি ও এক্সিট করুন।’

পুজোর অনুদান বাড়ানোর ঘোষণা করেন তিনি। অনুদান ৭০ হাজার থেকে বেড়ে ৮৫ হাজার টাকা হল। আগামী বছর আরও বেড়ে ১ লক্ষ টাকা অনুদান পাবে  ক্লাবগুলি। ফায়ার লাইসেন্স-সহ সব কর মকুব করল রাজ্য সরকার। মমতা জানান, ৪৩ হাজারের বেশি পুজো হচ্ছে। রাজ্য পুলিশ এলাকায় ৪০ হাজারের মতো, কলকাতা পুলিশের অধীনে ২৭৯৩টি। নিরাপত্তা রক্ষায় পুজো কমিটির সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, ‘মনে রাখবেন পুজো কিন্তু রাজনীতির বাইরে। দুর্ঘটনা ঘটলে সেই পুজো ব্ল্যাকলিস্ট হয়ে যাবে।’ অক্টোবরের ৯ তারিখ মহাষষ্ঠী। সুতরাং হাতে বাকি আর ৭৬ দিন। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মুখ্য়মন্ত্রীর ঘোষণার পরে আরও খুশি ক্লাবের কর্মকর্তারা।