ইস্টবেঙ্গলের সামনে আজ গোয়া, ম্যানেজমেন্টর বিরুদ্ধে তোপ দেগে ভিলেন কোচ স্টিফেন

#কলকাতা: কোচ তাড়িয়ে লাভ নেই। বরং সময় দেওয়া হোক স্টিফেনকে। এমনটাই বিশ্বাস করেন বেশিরভাগ ইস্টবেঙ্গল সমর্থক। কারণ সব দল যখন বৈজ্ঞানিকভাবে একটা পথ অনুসরণ করেছে, তখন শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে স্টিফেনকে কোচ করা হয়েছে। তিনি ম্যাজিশিয়ান না। করোনার জেরে গত দু’বছর গোয়ার মাটিতে দর্শকশূন্য গ্যালারিতে আয়োজিত হয়েছিল আইএসএল।

তবে চলতি আসরে যৌব সুরক্ষার বলয় থেকে বেরিয়ে চেনা ছন্দে ফিরেছে ভারতীয় ফুটবল। কিন্তু ইস্ট বেঙ্গল যে তিমিরে ছিল, সেখানেই রয়েছে। পারফরম্যান্সে তেমন কোনও পরিবর্তন ঘটেনি। ১৪ ম্যাচে মাত্র ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে স্টিফেন কনস্টানটাইনের দল।

আরও পড়ুন – দেনার দায় বিক্রির পথে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, মালিকানার দৌড়ে ফেসবুক এবং অ্যাপেল

প্রতি ম্যাচে গড়ে দু’টি করে গোল হজম করেছে রক্ষণ। আপফ্রন্টে ক্লেটন সিলভা ছাড়া কারও পারফরম্যান্স পাতে দেওয়ার যোগ্য নয়। এমনকী, নির্বাসনের জেরে ট্রান্সফার উইন্ডোতে নতুন কোনও ফুটবলার সই করাতে ব্যর্থ টিম ম্যানেজমেন্ট। ব্রিটিশ স্ট্রাইকার জ্যাক জার্ভিস কবে মাঠে নামবেন তা জানা নেই কারও।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার মারগাওয়ের ফাতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে প্রিয় দল জিতবে, তা অতি বড় ইস্ট বেঙ্গল সমর্থকও আশা করেন না। এদিকে, ব্যর্থতার জন্য ঘুরিয়ে টিম ম্যানেজমেন্টকে দায়ী করলেন কোচ স্টিফেন কনস্টানটাইন। তিনি সাফ জানিয়ে দিলেন, বেশ কয়েকজন ফুটবলারকে সই করানোর পরিকল্পনা ছিল।

ট্রান্সফার উইন্ডো শেষ হতে আর এক সপ্তাহ বাকি নেই। হয়তো এই দল নিয়েই আমায় চলতে হবে। একটু থেমে তাঁর সংযোজন, ‘লিগের বেশিরভাগ দলই কোর গ্রুপ ধরে রেখেছে। আর আমায় শুরু করতে হয়েছে শূন্য থেকে। মুহূর্তের ভুলে আরও বেশ কিছু পয়েন্ট হাতছাড়া হয়েছে। না হলে লিগ টেবিলে এই জায়গায় থাকতাম না। জানি, প্রথম ছয়ের মধ্যে থাকার পথ খুবই কঠিন।

আপাতত আমাদের লক্ষ্য, বাকি ম্যাচগুলিতে বেশি সংখ্যক পয়েন্ট অর্জন করা। প্রথম লেগে ঘরের মাঠে শেষ মুহূর্তের গোলে গোয়ার কাছে হারতে হয়েছিল ইস্ট বেঙ্গলকে। অ্যাওয়ে ম্যাচে পুরো পয়েন্ট তুলে নিতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। এরজন্য দলের প্রতিটি ফুটবলারকে সেরাটা মেলে ধরতে হবে বলেই জানালেন কোচ স্টিফেন।