ইস্টবেঙ্গলের সামনে কলকাতায় আজ শক্তিশালী হায়দারাবাদ! হিসেব বদলাতে মরিয়া লাল হলুদ ব্রিগেড

#কলকাতা: সময় বদলায়, বছর বদলায় কিন্তু ইস্টবেঙ্গলের বদল হয় না। শেষ তিন বছর ধরে এক গল্প। সমর্থকরাও যেন হতাশ হতে হতে সহ্য করে নিয়েছেন। চলতি আইএসএলে ১৩ ম্যাচের মধ্যে ৯টিতে হেরেছে ইস্ট বেঙ্গল। পরিসংখ্যান অনুযায়ী, এর মধ্যে তিনটিতে লিড নিয়েও ধরে রাখতে ব্যর্থ লাল-হলুদ ডিফেন্স। অপর তিনটিতে শুরুটা ভালে করেও দুম করে তাল কাটে। স্বাভাবিকভাবেই ফুটবলারদের মানসিকতা নিয়ে উঠছে প্রশ্ন।

প্রতি ম্যাচেই একই ভুলের পুনরাবৃত্তি হলেও বিন্দুমাত্র তাপ-উত্তাপ নেই ইভান-লিমাদের মধ্যে। তাই বৃহস্পতিবার অনুশীলনের শুরুতে ফুটবলারদের উদ্দেশে কড়া বার্তা দিতে দেখা গেল কোচ স্টিফেন কনস্টানটাইনকে। মাঠের মাঝেই মিনিট দুয়েকের বৈঠক সারলেন তিনি। সাংবাদিক বৈঠকেও লাল-হলুদ ব্রিটিশ কোচের সাফ কথা, ইস্টবেঙ্গল জার্সির বিশেষ মর্যাদা রয়েছে।

এর ওজন বইতে না পারলে দলে জায়গা নেই। প্রতি ম্যাচে নিজেদের ভুলের খেসারত দিতে হচ্ছে। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। প্রথম লেগে নিজামের শহরে ০-২ গোলে বশ মেনেছিল লাল-হলুদ ব্রিগেড। শুরুটা দারুণ লড়াই করলেও দ্বিতীয়ার্ধে স্নায়ুর চাপে ভুগেছিলেন সুহেররা।

শুধু হায়দরাবাদ নয়, প্রতি ম্যাচেই একই ভুলের চালচিত্র। গোল করে দলকে এগিয়ে দিচ্ছেন ক্লেটন সিলভা। তবে বাকিরা তা ধরে রাখতে ব্যর্থ। তাই শুক্রবার সতীর্থদের থেকে আরও একটু বেশি তাগিদ চাইছেন লাল-হলুদ অধিনায়ক। ক্লেটনের কথায়, ‘দল হিসেবে আমরা সেরাটা মেলে ধরতে পারছি না।হায়দরাবাদের বিরুদ্ধে জিততে হলে মানসিকতায় পরিবর্তন আনা খুবই দরকার।

গোল যে কেউ করতে পারে। কিন্তু তা ধরে রাখার জন্য সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। চোটের জন্য হায়দরাবাদের বিরুদ্ধে নেই অঙ্কিত মুখার্জি। তবে ইভান গঞ্জালেসের খেলা নিয়ে কোনও সমস্যা নেই। লাল-হলুদ জার্সিতে এখনও সেভাবে ভরসা জোগাতে ব্যর্থ এই স্প্যানিশ ডিফেন্ডার। তবে শুক্রবার হায়দরাবাদের ওগবেচেকে রোখার জন্য আরও একবার তাঁর উপরই ভরসা রাখতে চলেছেন স্টিফেন।