রক্তবিন্দু দিয়ে ৩ পয়েন্ট অর্জনের লড়াই করবে ইস্টবেঙ্গল! গোয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ডাক স্টিফেনের

#কলকাতা: দিন তিনেক আগে আইএসএলর প্রথম ম্যাচ কেরলের মাটিতে খেলেছিল ইস্টবেঙ্গল। সেদিন ১-৩ ব্যবধানে হেরে গিয়েছিল লাল হলুদ। শেষ মুহূর্ত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ডিফেন্স। কেরলের ঘরের মাঠের সমর্থকদের চিৎকার এবং ইউক্রেনের ইভানের জোড়া গলে আরব সাগরের তীরে নিভে গিয়েছিল মশাল।

কিন্তু এবার লড়াই কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে। প্রতিপক্ষ এফসি গোয়া। বুধবার সন্ধ্যায় আরো একটা কঠিন লড়াই অপেক্ষা করছে ইস্টবেঙ্গলের জন্য বলাই যায়। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে স্টিফেন কনস্ট্যানটাইন জানিয়ে দিলেন প্রতিমুহূর্তে উন্নতি করার চেষ্টা করছে দল।

আরও পড়ুন – আজ শুরু অনূর্ধ ১৭ মহিলা বিশ্বকাপ, ঘরের মাঠে আমেরিকার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ভারত

কেরলের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিকে ধারাবাহিক ফুটবল খেলেছিল ইস্টবেঙ্গল। ছন্দ কেটে গিয়েছিল দ্বিতীয়ার্ধে। একই ভুল যাতে এই ম্যাচে না হয় সেদিকে নজর দিতে হবে। স্টিফেন আশাবাদী ইস্টবেঙ্গল সমর্থকরা কলকাতার মাঠে প্রিয় দলের সমর্থনে হাজির থাকবেন। গলা ফাটাবেন।

মাঝের দুটো দিনে অঙ্কিত, জেরি, চুংনুঙ্গা, সুমিত পাসিদের নিয়ে তিনি ভিডিও সেশন করেছেন। ভুলত্রুটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আশা করছেন খেলার মাঠে এক ভুলের পুনরাবৃত্তি ঘটবে না। পাশে বসা স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেস জানিয়েছেন, ইস্টবেঙ্গলে সই করার সময় থেকেই এই ক্লাবের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে তিনি ওয়াকিবহাল।

নতুন বছরে সমর্থকদের মুখে হাসি ফোটানো তাদের একমাত্র লক্ষ্য। কেরল ম্যাচ অতীত। এবার সামনে তার পুরনো দল গোয়া। ইভান মনে করেন নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারলে বুধবার ইস্টবেঙ্গলের জয় পাওয়া আটকাবে না। সৌভিক, আঙ্গু, অমরজিৎদের মত মিডফিল্ডারদের আরও বেশি বল ধরে রাখতে হবে মনে করেন ইভান।

গোয়ার শক্তি এবং দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল লাল হলুদ। গতবার ইস্টবেঙ্গল শেষ করেছিল ১০ নম্বরে। এফসি গোয়া শেষ করেছিল ৯ নম্বরে। এবার অবশ্য বেশ কিছু ভাল ফুটবলার দলে নিয়েছে তারা। গতবার কেরলে দুর্ধর্ষ খেলা ফরওয়ার্ড আলভারো ভাসকুয়েজ ছাড়াও স্প্যানিশ মিডফিল্ডার ইকের দলের শক্তি বাড়িয়েছেন।

এছাড়াও এদু বেদিয়া এবং মার্ক ভ্যালেন্টাইনের মত বিদেশি আছে তাদের। ব্রেনডন ফার্নান্ডেজ, গ্রেন্ড মার্টিন, ছোটের মত ফুটবলার রয়েছে দলে। তবে ইস্টবেঙ্গল কোচ এবং ফুটবলাররা গোয়াকে সম্মান করলেও ভয় পেতে নারাজ। সমালোচকদের যোগ্য জবাব দিতে এই ম্যাচটাকেই বেছে নিতে চায় তারা।