ইংলিশ স্ট্রাইকারকে সই করাল ইস্টবেঙ্গল, ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছেন কোচ স্টিফেন

#কলকাতা: দিন, মাস, বছর চলে যায়, কিন্তু ইস্টবেঙ্গলের ভাগ্য বদল হয় না। সেই ব্যর্থতাই নিয়ে মাঠ ছাড়তে হয় সমর্থকদের। পরের সপ্তাহে হয়ত জ্যাক জার্ভিস খেলতে পারবেন ইস্টবেঙ্গল জার্সি গায়ে। প্রায় তিন সপ্তাহ আগে ভারতে চলে এলেও নিয়মে আটকে গিয়ে সই করতে পারছিলেন না তিনি। আজ সেই সমস্যা মিটে গেল।

জার্ভিস দলে যোগ দেওয়ার ফলে আক্রমণ ভাগের শক্তি বাড়বে বলাই যায়। তার সঙ্গে সিলভার বোঝাপড়া তৈরি হলে উপকৃত হবেন বাকি ফুটবলাররা। গোয়ার বিরুদ্ধে ৪-২ গোলে হারতে হয়েছে লাল হলুদকে। প্লেঅফে খেলা কার্যত অসম্ভব। ক্লাবে তৈরি হয়েছে অচলাবস্থা। এমন সময়ে ইস্টবেঙ্গলের ট্রান্সফার ব্যান তুলে দিল ফিফা।

তাতে খুশি ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। এই মরশুমে ১১ নম্বর ম্যাচ হারল ইস্টবেঙ্গল। পরপর চারটি ম্যাচ হারল মশাল বাহিনী। পারফরম্যান্স নিয়ে কনস্ট্যান্টাইন বলেন, প্রথমার্ধে আমরা খেলতেই পারিনি। বিরতির পরে ওরা একটা ফ্রি কিক পায়। যা কাজে লাগিয়ে ওরা ৪-০ করে। আমরাও দুই গোল করেছি। হয়ত একটা পেনাল্টিও পেতে পারতাম আমরা।

কিন্তু এটাই যথেষ্ট নয়। কোনও দল দু-তিন গোলের লিড নিয়ে এগিয়ে গেলে, সেই ম্যাচে কিছু করার থাকে না। পুরো মরশুম ধরেই এমনটা চলছে। দলে বেশ কিছু পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন স্টিফেন। যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে।