electrocution death

Electrocution Death: ‘দানা’-র নির্মম বলি, দক্ষিণ কলকাতার ভবানীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

কলকাতা: ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বৃহস্পতিবার রাত থেকেই কলকাতা-সহ পশ্চিমবঙ্গের জেলায়-জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে। ফলে কলকাতার নানা এলাকা জলমগ্ন। জল জমেছিল ভবানীপুর থানা এলাকার জাস্টিস দ্বারকানাথ রোডেও আর সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের।

জানা যায়, ওই এলাকায় ভুজিয়ার দোকান ছিল মৃত যুবকের। সেই দোকান থেকে বার হওয়ার সময়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় যুবকের। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, জাস্টিস দ্বারকানাথ রোডে ‘জাস্টিস কোড’ নামে একটি বহুতল রয়েছে। সেই বহুতলের রেলিং সাজানো হয়েছিল বৈদ্যুতিক আলোয়। ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত যুবক সেই ভেজা রেলিং-এ হাত দেয়। নিমেষেই বিদ্যুতের শক খেয়ে রাস্তায় ছিটকে পড়েন যুবক।

 আরও পড়ুন:কালীপুজোয় রেলের বিরাট ঘোষণা! শিয়ালদহে চলবে একগুচ্ছ স্পেশাল ট্রেন, জেনে নিন সময়সূচি

আরও পড়ুন:কলকাতায় জল জমলেও নামতে আর কতক্ষণ? জানিয়ে দিলেন মেয়র! রয়েছে বড় ‘শর্ত’ও

অন্যদিকে, শুক্রবার হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত দালালপুকুর এলাকার  খরকাটা গলিতে ভাসতে দেখা গেল একটি মৃতদেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গৌতম চট্টোপাধ্যায়। তিনি পুরসভার অস্থায়ী কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের কথায়, রাস্তায় বৃষ্টির জল জমেছিল। জমা জলে গাড়ি রেখে, গাড়িতেই ঘুমাচ্ছিলেন গৌতম। আচমকাই তিনি জলে পড়ে যান। জলে তাঁর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়। চ্যাটার্জিহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে  গৌতম চট্টোপাধ্যায়কে মৃত ঘোষণা করা হয়।