EVM Controversy: কারচুপি করা যায় EVM-এ? এলন মাস্কের মন্তব্যের পরেই ঝড় ভারতে, তর্ক জুড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী থেকে রাহুল-অখিলেশ

নয়াদিল্লি: ইলেক্ট্রনিক ভোটিং মেশিন৷ সংক্ষেপে ইভিএম৷ এই ইভিএম নিয়ে ভোটের আগে, ভোটের পড়ে প্রশ্ন-বিতর্কের অন্ত নেই৷ সম্প্রতি এমনই এক বিতর্ক উস্কে দিয়েছেন ‘X’ (সাবেক ট্যুইটার) প্রধান এলন মাস্ক৷ বিশ্বজুড়ে ভোটগ্রহণের ক্ষেত্রে কি ব্যবহার করা উচিত ইভিএম? এই প্রশ্নের উত্তরেই শুরু হয়েছে বিতর্ক৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এলন মাস্ক জানিয়েছেন, ইভিএম-এ কারচুপি করা কঠিন, কিন্তু, অসম্ভব নয়! আর মাস্কের এই মন্তব্য ঘিরেই নতুন করে প্রাণ পেয়েছে ইভিএম-এ কারচুপির বিতর্ক৷

মাস্কের মন্তব্যের পরে ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ইভিএম-এর সমর্থনে নেমেছেন ময়দানে৷ অন্যদিকে, মাস্কের সমর্থনে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব৷

গত শনিবার এলন মাস্ক ‘X’ হ্যান্ডেলে লিখেছিলেন, ‘আমাদের উচিত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন পরিত্যাগ করা৷ এটি মানুষ বা এআই দ্বারা হ্যাক করা যেতেই পারে৷ সম্ভাবনা কম, তবে অসম্ভব নয়৷’

আরও পড়ুন: মানিকতলার আট ওয়ার্ডে আট মিছিল! কুণাল-অতীনকে নিয়ে শুরু হয়ে গেল উপ নির্বাচনের জোর প্রচার

মাস্কের পোস্টের উত্তরে বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর লিখেছেন, ‘এটি একটি অত্যন্ত সাধারণ মন্তব্য৷ এর অর্থ হয় যে, মানুষ কোনওদিন নিরাপদ কোনও ডিজিটাল হার্ডওয়্যার তৈরি করতে পারবে না৷ এটা ভুল৷’

এরপরেই চন্দ্রশেখরের মন্তব্য, ‘এলন মাস্কের মতামত আমেরিকা এবং অন্য দেশে প্রযোজ্য হতে পারে, যেখানে ইন্টারনেট কানেক্টেটেড ভোটিং মেশিন ব্যবহার করা হয়’৷

চন্দ্রশেখরের মতে, যেখানে ভোটিং মেশিনগুলি ব্লু টুথ, ওয়াইফাই, ইন্টারনেটের সাহায্যে কানেক্টেড থাকে, সেখানেই ইভিএমে কারচুপি করা সম্ভব৷ নচেৎ নয়৷ চন্দ্রশেখর লেখেন, ‘ফ্যাক্টরিতে প্রোগ্র্যামড এবং কন্ট্রোলড ইভিএমে কারচুপি করা সম্ভব নয়৷ ভারত যেমন ভাবে ইভিএম তৈরি করেছে, সকলের উচিত, ঠিক সেইরকমই ইভিএম তৈরি করা৷ আমরা খুব খুশি হব এলনকে এ বিষয়ে টিউটোরিয়াল দিতে পারলে’৷

এলনও পিছিয়ে থাকেননি৷ বিজেপি নেতার উত্তরে নিজের মন্তব্যে অনড় থেকে তিনি ফের লেখেন, ‘যে কোনও জিনিসই হ্যাক করা যায়’৷

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! হঠাৎ কী হল, গুঞ্জন চারিদিকে

সম্প্রতি পুয়ের্তো রিকো-র ভোটে ইভিএম কারচুপির অভিযোগ তুলেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র৷ তাঁর মন্তব্যের প্রেক্ষিতেই সোশ্যাল মিডিয়ায় ইভিএম সংক্রান্ত ওই পোস্টটি করেছিলেন৷ তিনি সংবাদসংস্থা এসোসিয়েটেড প্রেসের একটি প্রতিবেদন পোস্ট করে লিখেছিলেন, পুয়ের্তো রিকোয় নির্বাচনী প্রক্রিয়ায় ইভিএমের ভোট গণনায় গলদ ধরা পড়েছে৷ ব্যালটে সমান্তরাল ভোটিং প্রক্রিয়া থাকায় অবশ্য সেই অসামঞ্জস্য ধরা  গিয়েছে৷

অন্যদিকে, এই বিষয়ে এলনকেই সমর্থন করতে দেখা গিয়েছে রাহুল গান্ধিকেও৷ তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘ভারতের ইভিএম হল ব্ল্যাক বক্স৷ কারও তা খতিয়ে দেখার অনুমতি নেই৷ আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আগেই৷ প্রশাসন যখন নির্ভরযোগ্যতা হারায় তখন গণতন্ত্র প্রহসন হয়ে দাঁড়ায়’৷ একই সুরে কথা বলতে দেখা গিয়েছে সপা প্রধান অখিলেশ যাদবকেও৷