বিশ্বকাপে ‘চুরি’ করেছে ভারত! ‘বোমা’ ফাটালেন ইনজামাম! পাক তারকার ভয়ঙ্কর অভিযোগ

নয়াদিল্লি: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সুপার-8 ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪ রানে জিতে টিম ইন্ডিয়া সেমিফাইনালে প্রবেশ করেছে। এবার টিম ইন্ডিয়া ২৭ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে হেরে টিম ইন্ডিয়া সেদিন ব্যাট করেছিল। তার পর রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪১ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। রোহিত শর্মাকে ম্যাচের সেরা নির্বাচিত করা হয়েছিল।

টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ২০৬ রানের লক্ষ্য রেখেছিল। জবাবে অস্ট্রেলিয়া ২০ ওভারে মাত্র ১৮১ রান করতে পারে। ভারত ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট পায়।

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে প্রতারণায় অভিযুক্ত আফগান তারকা, শাস্তি হতে পারে?

সেই ম্যাচ নিয়ে এবার বোমা ফাটালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরশদীপ সিং এবং ভারতীয় দলের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ করেছেন ইনজি।

আরশদীপ সিং এবং টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা বল টেম্পারিং করেছিলেন বলে দাবি করেন পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন। ইনজামাম বলেছেন, আইসিসির চোখ খুলে দেখা উচিত এসব। ভাইরাল ভিডিওতে ইনজামামকে বলতে শোনা যায়, “আরশদীপ সিং ইনিংসের ১৫ ওভারে বল করতে এসে অস্বাভাবিক রিভার্স সুইং করেছিল।”

ইনজি আরও বলেছেন, “১২ থেকে ১৩ ওভারের মধ্যে বল রিভার্স সুইং করতে শুরু করেছিল। এটা কি সম্ভব?  পাকিস্তানি বোলার হলে আলাদা ব্যাপার ছিল। আমরা রিভার্স সুইং খুব ভাল করেই জানি।”

আরও পড়ুন- সেমিফাইনালের আগে সুখবর! শীঘ্রই শক্তি বাড়তে চলেছে টিম ইন্ডিয়ার, জানুন বিস্তারিত

ইনজি দাবি করেন, ১৫ ওভারে আরশদীপ সিং-এর বল রিভার্স সুইং হচ্ছিল, তার মানে বল নিয়ে সেদিন গুরুতর কোনও কাজ করা হয়েছিল। ইনজির এই দাবি নিয়ে শোরগোল পড়েছে ক্রিকেট দুনিয়ায়।