Fact Check: যাদবপুরে কোণঠাসা বিজেপি? অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের ভাইরাল ভিডিওর সত্যতা কিন্তু সম্পূর্ণই আলাদা

Fact Checked by The Quint নয়াদিল্লি: বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের পুরনো একটি ভিডিও সাম্প্রতিক হিসাবে শেয়ার করা হচ্ছে। সেই ফেক ভিডিও শেয়ার করে তাঁকে আক্রমণ করা হচ্ছে। চলমান ২০২৪ লোকসভা নির্বাচনের মধ্যে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, নিরাপত্তা কর্মীরা একজন ব্যক্তিকে একটি গাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। সেই ব্যক্তি হলেন বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সেই ভিডিও শেয়ার করে মিথ্যা দাবি করা হচ্ছে।

দাবি –

২০২৪ লোকসভা নির্বাচনের মধ্যে এই ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, যাদবপুরের মানুষ বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করে তাড়িয়ে দিচ্ছে। কারণ তিনি ২০২৪ লোকসভা নির্বাচনে সেখানকার বিজেপি প্রার্থী। এই প্রতিবেদন লেখার সময় শেয়ার করা পোস্টটি ইতিমধ্যেই ২৪.৩ কে ভিউজের রেকর্ড করেছে।

আরও পড়ুনFact Check: বিবিসি কি আদৌ ২০২৪ লোকসভার প্রাক-নির্বাচন সমীক্ষা চালিয়েছিল? জানুন সত্যিটা

আসল সত্য –

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি ২০২১ সালের। অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের বীরভূমের ইলামবাজারের বাসিন্দারা তাড়া করছিলেন। গঙ্গোপাধ্যায় ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বোলপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ছিলেন।

ফ্যাক্ট চেক –

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে, আমরা সেই ঘটনার আরও ভিডিও খুঁজে পাই। আমরা ২৯ এপ্রিল ২০২১ তারিখে বাংলা নিউজ আউটলেট সংবাদ প্রতিদিনের ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিও দেখতে পেয়েছি। সেই ভিডিওর শিরোনাম ছিল যে, এটি বীরভূমের ইলামবাজারে বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের উপর আক্রমণ।

আমরা ২৯ এপ্রিল ২০২১ তারিখে এবিপি আনন্দের একটি সংবাদ প্রতিবেদনও পেয়েছি। সেখানে উল্লেখ করা হয়েছে যে, গঙ্গোপাধ্যায়কে ভোটাররা বাঁশ নিয়ে তাড়া করেছিলেন। এর পরেই বিজেপির পাল্টা হামলায় আহত হন তৃণমূল কংগ্রেস কর্মীরা। রিপোর্ট অনুসারে, ভোটারদের সঙ্গে ভোট কেন্দ্রে যাওয়ার সময় গঙ্গোপাধ্যায় প্রতিবাদের মুখোমুখি হয়েছিলেন, যার ফলে পাথর নিক্ষেপের মতো সংঘর্ষের ঘটনা ঘটে।

পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচন ২৭ মার্চ ২০২১ থেকে ২৯ এপ্রিল ২০২১ এর মধ্যে অনুষ্ঠিত হয়েছিল৷ ভোটগুলি ২ মে ২০২১ তারিখে গণনা করা হয়েছিল৷

সুতরাং স্পষ্টতই, বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করার একটি পুরনো ভিডিও সাম্প্রতিক হিসাবে শেয়ার করা হচ্ছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে মিথ্যা দাবি করা হচ্ছে।

Attribution: This story was originally published by The Quint and
republished by News18 Bangla.com as part of the Shakti Collective

Original Story Link: https://www.thequint.com/news/webqoof/old-video-from-jadavpur-of-anirban-ganguly-bjp-thrown-slippers-shared-again-fact-check