Fact Check: প্রধানমন্ত্রীর পোল প্রতিশ্রুতি অর্থহীন, বলছেন তাঁরই দলের অমিত শাহ, ভাইরাল ভিডিওর সত্যতা আদতে কী?

Fact Checked by The Quint নয়াদিল্লি: সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন, ২০২৪-এর ভোটদান পর্ব। এখন চলছে ভোটগণনা। ফলপ্রকাশের আর ২৪ ঘণ্টাও বাকি নেই। এরই মধ্যে একটি ভিডিও হুলস্থূল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল সেই ভিডিওয় দেখা যাচ্ছে বিজেপি-র অমিত শাহ তাঁরই দলের প্রধান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোল সম্পর্কিত গ্যারান্টি অর্থহীন বলে দেগে দিয়েছেন। ভিডিওতে শাহকে বলতে শোনা যাচ্ছে, এই গ্যারান্টির কোনও অর্থ নেই; তারা নির্বাচন পর্যন্ত এ কথা বলে, তারপর ভুলে যায়।

সঙ্গত কারণেই দেশ উত্তাল। তবে, আদতে কী হয়েছে, সেটা এবার জেনে নেওয়া যাক।

আরও পড়ুন   Fact Check: দ্রৌপদী মুর্মুর গায়ের রঙ নিয়ে কটাক্ষ? মোদির ক্লিপ ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি ক্লিপ করা হয়েছে। মূল ভিডিওতে শাহকে এ কথা বলতে শোনা গিয়েছে কংগ্রেসের রাহুল গান্ধি সম্পর্কে। বিজেপি বা নরেন্দ্র মোদির বিরুদ্ধে কোনও কথাই তিনি বলেননি।

আদতে কী হয়েছে, সেটা বুঝতে Google-এ ভিডিওর কিছু কি-ফ্রেম রিভার্স সার্চ করা হয়েছিল এবং এটি সংবাদ সংস্থা Asian News International, সংক্ষেপে ANI দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে নিয়ে গিয়েছে৷ ১৫ মে YouTube-এ মূল ভিডিওটি আপলোড করা হয়েছিল।

মূল ভিডিওর ২৫.১৫ টাইমস্ট্যাম্পে এএনআই-এর এডিটর, স্মিতা প্রকাশ শাহকে জিজ্ঞেস করেন যে কেন তিনি কংগ্রেসের গ্যারান্টিকে চিনা গ্যারান্টি বলে অভিহিত করেছেন। এর পর শাহ সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলে, “আমি সম্প্রতি তেলঙ্গানা সফর করেছি। সেখানকার মহিলারা তাঁদের ১২ হাজার টাকার জন্য অপেক্ষা করছেন, কৃষকরা অপেক্ষা করছেন দুই লাখের ঋণ মকুবের জন্য, মেয়েরা স্কুটারের জন্য অপেক্ষা করছে যে প্রতিশ্রুতিটি রাহুলজি দিয়েছিলেন, এখন আপনি তাঁকে খুঁজুন।”

জবাবে প্রকাশ বলেছেন, “এখন যেহেতু দক্ষিণে নির্বাচন শেষ, রাহুল উত্তরে চলে গিয়েছেন।” এর পর ২৬.০৪ টাইমস্ট্যাম্পে শাহকে বলতে শোনা গিয়েছে, “দক্ষিণে নির্বাচন হলে তিনি যেতেন। সেজন্য আমি বলি যে তাঁর গ্যারান্টির কোনও মানে নেই; তারা নির্বাচন পর্যন্ত এ সব বলে এবং তারপর ভুলে যায়।”

বিজেপি-র ওয়েবসাইটেও এই সাক্ষাৎকারের একটা প্রেস রিলিজ রয়েছে যা স্পষ্ট জানায় যে শাহ রাহুল গান্ধির দাবিকেই অর্থহীন বলে মন্তব্য করেছেন।

Attribution: This story was originally published by The Quint  and republished by News18 Bangla.com as part of the Shakti Collective

Original Post: https://www.thequint.com/news/webqoof/amit-shah-bjp-modi-guarantee-clipped-video-rahul-gandhi-fact-check#read-more