Fame Gurukul Qazi Touqeer: অরিজিতকে তুড়িতে উড়িয়েছিলেন! ছাড়েননি একচুল জমি! সময়ের আগেই হারিয়ে গেলেন কাজী

বরফের চাদরে ঢাকা কাশ্মীর থেকে আরব সাগরের তীর, দীর্ঘ এই সফর খুব সহজ ছিল না। কিন্ত শুধুমাত্র প্রতিভার জোরেই সেই অতিক্রম করেছেন তিনি। কাজী তৌকির।
বরফের চাদরে ঢাকা কাশ্মীর থেকে আরব সাগরের তীর, দীর্ঘ এই সফর খুব সহজ ছিল না। কিন্ত শুধুমাত্র প্রতিভার জোরেই সেই অতিক্রম করেছেন তিনি। কাজী তৌকির।
সাল ২০০৫। শুরু হয়েছিল জনপ্রিয় রিয়্যালিটি শো 'ফেম গুরুকুল'। দেশের নানা জায়গা থেকে প্রতিভাবান গায়ক-গায়িকারা উঠে এসেছিলেন সেই অনুষ্ঠানের মঞ্চে। জয়ীর শিরোপা উঠেছিল দু'জনের মাথায়। রূপরেখা বন্দ্য়োপাধ্য়ায় এবং কাজী তৌকির।
সাল ২০০৫। শুরু হয়েছিল জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’। দেশের নানা জায়গা থেকে প্রতিভাবান গায়ক-গায়িকারা উঠে এসেছিলেন সেই অনুষ্ঠানের মঞ্চে। জয়ীর শিরোপা উঠেছিল দু’জনের মাথায়। রূপরেখা বন্দ্য়োপাধ্য়ায় এবং কাজী তৌকির।
নিজের কণ্ঠ, গায়কি দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন কাজী। শোয়ের বিচারকরা তাঁকে নিয়ে মাঝেসাঝে সন্দিহান হয়ে পড়তেন বটে। দর্শকের ভালবাসায় প্রতিযোগিতায় টিকেছিলেন তিনি।
নিজের কণ্ঠ, গায়কি দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন কাজী। শোয়ের বিচারকরা তাঁকে নিয়ে মাঝেসাঝে সন্দিহান হয়ে পড়তেন বটে। দর্শকের ভালবাসায় প্রতিযোগিতায় টিকেছিলেন তিনি।
'ফেম গুরুকুল' জেতার পর কাজীকে 'কাশ্মীরের নায়ক'-এর আখ্য়া দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি। সেই সময়ে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন কাশ্মীরের ছেলে।
‘ফেম গুরুকুল’ জেতার পর কাজীকে ‘কাশ্মীরের নায়ক’-এর আখ্য়া দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি। সেই সময়ে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন কাশ্মীরের ছেলে।
'ফেম গুরুকুল'-এ কাজীর প্রতিদ্বন্দ্বী ছিলেন অরিজিৎ সিং। তবে সেই প্রতিযোগিতায় খুব বেশি এগতে পারেননি অরিজিৎ। মাঝপথেই বাদ পড়েন তিনি। তাঁকে পিছনে ফেলে এগিয়ে যান কাজী।
‘ফেম গুরুকুল’-এ কাজীর প্রতিদ্বন্দ্বী ছিলেন অরিজিৎ সিং। তবে সেই প্রতিযোগিতায় খুব বেশি এগতে পারেননি অরিজিৎ। মাঝপথেই বাদ পড়েন তিনি। তাঁকে পিছনে ফেলে এগিয়ে যান কাজী।
সেই সময় কাজী চর্চার কেন্দ্রবিন্দুতে থাকলেও পরবর্তীতে বিশেষ কোনও কাজ করেননি কাজী। দর্শক-মন থেকেও ধীরে ধীরে মুছে যেতে শুরু করেন।
সেই সময় কাজী চর্চার কেন্দ্রবিন্দুতে থাকলেও পরবর্তীতে বিশেষ কোনও কাজ করেননি কাজী। দর্শক-মন থেকেও ধীরে ধীরে মুছে যেতে শুরু করেন।
২০১৫ সালে 'ফ্যান্টম' ছবিতে 'আফগান জালেবি' গানটি গেয়েছিলেন কাজী। সেই সময় তাঁকে নিয়ে খানিক চর্চা হয়। তার পর ফের বিস্মৃতির অতলে চলে যান গায়ক।
২০১৫ সালে ‘ফ্যান্টম’ ছবিতে ‘আফগান জালেবি’ গানটি গেয়েছিলেন কাজী। সেই সময় তাঁকে নিয়ে খানিক চর্চা হয়। তার পর ফের বিস্মৃতির অতলে চলে যান গায়ক।
'ফেম গুরুকুল'-এ বিজয়ীর খেতাব পেয়েছিলেন কাজী। তবু সতীর্থ অরিজিতের মতো বলিউডে ছাপ ফেলতে পারলেন না। তা নিয়ে কম কটাক্ষও শুনতে হয়নি তাঁকে।
‘ফেম গুরুকুল’-এ বিজয়ীর খেতাব পেয়েছিলেন কাজী। তবু সতীর্থ অরিজিতের মতো বলিউডে ছাপ ফেলতে পারলেন না। তা নিয়ে কম কটাক্ষও শুনতে হয়নি তাঁকে।
কাজী যদিও প্রতিযোগিতায় বিশ্বাসী নন। গায়ক জানান, তিনি বাছাই করে ভাল কাজ করতে চান। নিত্য তুলনা চললেও অরিজিতের সঙ্গে তার বন্ধুত্বে ছাপ পড়েনি। আজও গায়কের সঙ্গে যোগাযোগ আছে তাঁর।
কাজী যদিও প্রতিযোগিতায় বিশ্বাসী নন। গায়ক জানান, তিনি বাছাই করে ভাল কাজ করতে চান। নিত্য তুলনা চললেও অরিজিতের সঙ্গে তার বন্ধুত্বে ছাপ পড়েনি। আজও গায়কের সঙ্গে যোগাযোগ আছে তাঁর।