Arijit Singh-Shamit Tyagi: অরিজিতের বিশ্বাসঘাতকতাতেই সব শেষ? সময়ের অনেক আগেই তলিয়ে গেলেন গায়কের গুণী বন্ধু

অরিজিৎ সিং। বলিউ প্রথম সারির গায়কদের মধ্যে অন্যতম। ছবি হিট হোক বা না হোক, অরিজিতের গান যে জনপ্রিয় হবে, সে বিষয়ে কোনও সংশয় নেই।
অরিজিৎ সিং। বলিউ প্রথম সারির গায়কদের মধ্যে অন্যতম। ছবি হিট হোক বা না হোক, অরিজিতের গান যে জনপ্রিয় হবে, সে বিষয়ে কোনও সংশয় নেই।
২০০৫ সালে জনপ্রিয় রিয়্যালিটি শো 'ফেম গুরুকুল'-এর হাত ধরে পথ চলা শুরু করেন গায়ক। সাফল্যের দৌড়ে একে অন্যকে ছাপিয়ে যাওয়ার তাগিদের মাঝেই এক বন্ধুকে খুঁজে পেয়েছিলেন অরিজিৎ।
২০০৫ সালে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’-এর হাত ধরে পথ চলা শুরু করেন গায়ক। সাফল্যের দৌড়ে একে অন্যকে ছাপিয়ে যাওয়ার তাগিদের মাঝেই এক বন্ধুকে খুঁজে পেয়েছিলেন অরিজিৎ।
ফেম গুরুকুলেরই আরেক প্রতিযোগী শমিত ত্যাগীর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে তাঁর। অরিজিৎকে ছোট ভাইয়ের মতো করেই আগলে রাখতেন শমিত। প্রতিযোগিতার রেশ ছুঁতে পারেনি তাঁদের বন্ধুত্ব।
ফেম গুরুকুলেরই আরেক প্রতিযোগী শমিত ত্যাগীর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে তাঁর। অরিজিৎকে ছোট ভাইয়ের মতো করেই আগলে রাখতেন শমিত। প্রতিযোগিতার রেশ ছুঁতে পারেনি তাঁদের বন্ধুত্ব।
সেরা হওয়ার লড়াইয়ে প্রতি ধাপেই শমিতকে পাশে পেয়েছিলেন অরিজিৎ। 'ফেম গুরুকুল'-এ বিচারকরা বলতেন, অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শমিত। প্রতিযোগিতায় যে দু'জন সব চেয়ে কম দর্শকের ভোট পেতেন, বাকি প্রতিযোগিরা ফের তাঁদের ভোট দিতেন। সেই ক্ষেত্রে যাঁর ভাগে সব চেয়ে কম ভোট আসত, তাঁকে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হত।
সেরা হওয়ার লড়াইয়ে প্রতি ধাপেই শমিতকে পাশে পেয়েছিলেন অরিজিৎ। ‘ফেম গুরুকুল’-এ বিচারকরা বলতেন, অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শমিত। প্রতিযোগিতায় যে দু’জন সব চেয়ে কম দর্শকের ভোট পেতেন, বাকি প্রতিযোগিরা ফের তাঁদের ভোট দিতেন। সেই ক্ষেত্রে যাঁর ভাগে সব চেয়ে কম ভোট আসত, তাঁকে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হত।
শোয়ে এমনই এক পরিস্থিতির সম্মুখীন হতে হয় শমিতকে। সবচেয়ে কম ভোট পেয়ে তাঁকে আরও এক প্রতিযোগীর সঙ্গে বাকিদের ভোটের উপর নির্ভরশীল হতে হয়।
শোয়ে এমনই এক পরিস্থিতির সম্মুখীন হতে হয় শমিতকে। সবচেয়ে কম ভোট পেয়ে তাঁকে আরও এক প্রতিযোগীর সঙ্গে বাকিদের ভোটের উপর নির্ভরশীল হতে হয়।
জানা যায়, সেই সময় নাকি অরিজিৎ বাদে প্রায় সকলেই ভোট দিয়েছিলেন শমিতকে। অরিজিৎ ভোট দেন মণিকা নামে এক প্রতিযোগীকে।
জানা যায়, সেই সময় নাকি অরিজিৎ বাদে প্রায় সকলেই ভোট দিয়েছিলেন শমিতকে। অরিজিৎ ভোট দেন মণিকা নামে এক প্রতিযোগীকে।
অনেকেই মনে করেছিলেন, ভ্রাতৃপ্রতিম শমিতকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখেছিলেন অরিজিৎ। তাই নাকি তাঁকেই বাদ দিয়ে দিতে চেয়েছিলেন গায়ক। শোয়ের মেন্টর ইলা অরুণ অরিজিতের এই পদক্ষেপকে 'বিশ্বাসঘাতকা'র তকমা দিয়েছিলেন।
অনেকেই মনে করেছিলেন, ভ্রাতৃপ্রতিম শমিতকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখেছিলেন অরিজিৎ। তাই নাকি তাঁকেই বাদ দিয়ে দিতে চেয়েছিলেন গায়ক। শোয়ের মেন্টর ইলা অরুণ অরিজিতের এই পদক্ষেপকে ‘বিশ্বাসঘাতকা’র তকমা দিয়েছিলেন।
সেই বিতর্ক যদিও ছাপ ফেলেনি অরিজিৎ-শমিতের বন্ধুত্বেও। এত বছর পরেও তাঁদের সমীকরণ রয়েছে আগের মতোই। বন্ধুর কনসার্টেও মাঝেমাঝে দেখা যায় শমিতকে।
সেই বিতর্ক যদিও ছাপ ফেলেনি অরিজিৎ-শমিতের বন্ধুত্বেও। এত বছর পরেও তাঁদের সমীকরণ রয়েছে আগের মতোই। বন্ধুর কনসার্টেও মাঝেমাঝে দেখা যায় শমিতকে।