পরিবারের অতিরিক্ত সতর্কতা যেভাবে বিপদ বাড়িয়ে দেয় রোগীর

Healthy Lifestyle: প্রিয়জনের সেবা করতে গিয়ে কোনও বড় ভুল করে ফেলছেন না তো? খুঁটিয়ে জানুন

প্রিয়জনকে বেশি ভাল রাখতে গিয়ে, বিপদ বাড়িয়ে ফেলেন বহু মানুষ। ভালর নামে অজান্তেই ক্ষতি হয় বহু ক্ষেত্রে। এই অভিজ্ঞতা কমবেশি প্রায় প্রতি মানুষের জীবনেই ঘটে। 
প্রিয়জনকে বেশি ভাল রাখতে গিয়ে, বিপদ বাড়িয়ে ফেলেন বহু মানুষ। ভালর নামে অজান্তেই ক্ষতি হয় বহু ক্ষেত্রে। এই অভিজ্ঞতা কমবেশি প্রায় প্রতি মানুষের জীবনেই ঘটে।
পরিবারের ফিরে আসাই কাল হয়ে দাঁড়ায় অনেক সময়। পরিবারের নতুন আদব কায়দা ক্রমেই বিপদে ফেলে রোগীকে।
পরিবারের ফিরে আসাই কাল হয়ে দাঁড়ায় অনেক সময়। পরিবারের নতুন আদব কায়দা ক্রমেই বিপদে ফেলে রোগীকে।
অপারেশন পরবর্তী বা কঠিন অসুখ থেকে সদ্য সুস্থ হওয়া মানুষের জন্য নির্দিষ্ট নির্দেশিকা বা গাইডলাইন দেন চিকিৎসক। কিন্তু সেই গাইডলাইন সীমা পার করে অতিরিক্ত সাবধানতা নিতে দেখা যায় পরিবার বা আত্মীয়দের। তাতেই দারুণ সমস্যায় পড়েন একজন রোগী।
অপারেশন পরবর্তী বা কঠিন অসুখ থেকে সদ্য সুস্থ হওয়া মানুষের জন্য নির্দিষ্ট নির্দেশিকা বা গাইডলাইন দেন চিকিৎসক। কিন্তু সেই গাইডলাইন সীমা পার করে অতিরিক্ত সাবধানতা নিতে দেখা যায় পরিবার বা আত্মীয়দের। তাতেই দারুণ সমস্যায় পড়েন একজন রোগী।
এ প্রসঙ্গে হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ অরুণাংশু ধোলে জানান, অনেক সময় দেখা যায় হৃদরোগ সমস্যা থাকা মানুষের সফলভাবে সার্জারি হয়েছে। সুস্থভাবে বাড়ি ফেরার পর রোগীর বিপদ বেড়ে যায়।
এ প্রসঙ্গে হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ অরুণাংশু ধোলে জানান, অনেক সময় দেখা যায় হৃদরোগ সমস্যা থাকা মানুষের সফলভাবে সার্জারি হয়েছে। সুস্থভাবে বাড়ি ফেরার পর রোগীর বিপদ বেড়ে যায়।
অপারেশনের পর  রোগীর অবস্থা বুঝে নির্দিষ্ট নিয়মে স্নান, সাধারণ খাবার গ্রহণ বা হাঁটা চলার মতো গাইডলাইন দেওয়া হয়। যাতে রোগী দ্রুত সাধারণ জীবন যাপনে ফিরে আসতে পারেন। কিন্তু বহু পরিবার  অতিরিক্ত সাবধানতা বজায় রাখতে গিয়ে ভুল করে ফেলেন। নির্দিষ্ট নিয়মে প্রতিদিন স্নান করার গাইড লাইন অমান্য করে ফেলে। এতে রোগীর ঘুম কম এবং অস্বস্তি বাড়ে। তাছাড়াও নোংরা জমার কারণে কাটা ছড়া স্থান থেকে ইনফেকশন হতে পারে।
অপারেশনের পর  রোগীর অবস্থা বুঝে নির্দিষ্ট নিয়মে স্নান, সাধারণ খাবার গ্রহণ বা হাঁটা চলার মতো গাইডলাইন দেওয়া হয়। যাতে রোগী দ্রুত সাধারণ জীবন যাপনে ফিরে আসতে পারেন। কিন্তু বহু পরিবার  অতিরিক্ত সাবধানতা বজায় রাখতে গিয়ে ভুল করে ফেলেন। নির্দিষ্ট নিয়মে প্রতিদিন স্নান করার গাইড লাইন অমান্য করে ফেলে। এতে রোগীর ঘুম কম এবং অস্বস্তি বাড়ে। তাছাড়াও নোংরা জমার কারণে কাটা ছড়া স্থান থেকে ইনফেকশন হতে পারে।
খাবার-দাবারেও সিদ্ধ অরুচিকর খাবার দেওয়া হয় পরিবারের তরফে। মুখে অরুচি, রোগী পর্যাপ্ত খাবার না গ্রহণ করতে পেরে পুষ্টির অভাব দেখা দেয় রোগীর। এর ফলে বহু রোগী সুস্থ হবার পরিবর্তে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন।
খাবার-দাবারেও সিদ্ধ অরুচিকর খাবার দেওয়া হয় পরিবারের তরফে। মুখে অরুচি, রোগী পর্যাপ্ত খাবার না গ্রহণ করতে পেরে পুষ্টির অভাব দেখা দেয় রোগীর। এর ফলে বহু রোগী সুস্থ হবার পরিবর্তে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন।