বেঙ্গালুরু: আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএলের জ্বরে কাঁপছে গোটা দেশ। বিভিন্ন দলের তারকা ক্রিকেটাররা ইতমধ্যেই অনুশীলনে নেমে পড়েছেন। অনুশীলনে নেমে পড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও। ব্যাঙ্গালোরের এম এ চিন্নাস্বামী স্টেডিয়ামে রবিবার যখন অনুশীলনে নামেন সমর্থকরা গ্যালারিতে উচ্ছাসে ফেটে পড়েন।
অনুশীলন শুরু করার সঙ্গে সঙ্গেই তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে যায়। যেখানে তাকে নেটে ঘাম ঝরাতে দেখা যাচ্ছে , ব্যাটিং অনুশীলন দলের সতীর্থ অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে আলাপচারিতা করতে দেখা যাচ্ছে। দীর্ঘদিন ছন্দে ছিলেন না কিং কোহলি। ফর্মে ফিরেই আরসিবির সঙ্গে আলাপচারিতায় কোহলি বলেন, তিনি আগে যেরকম মানসিকতায় ব্যাটিং করতেন, সেই ছন্দ ফিরে পেয়েছেন তিনি, কিন্তু ব্যাটিং এ আরো উন্নতি দরকার।
তিনি আশাবাদী ছিলেন আইপিএল ২০২৩ এই তিনি সেরা খেলাটা খেলতে পারবেন। আরসিবির তরফে প্রকাশিত এক ভিডিওতে কোহলি জানিয়েছেন, খেলার প্রতি ভালোবাসাটা পুনরায় আবিষ্কার করাটাই আসল। অনেকদিন ধরে মাঠে যা হচ্ছিলো তার থেকে দূরে চলে গিয়েই সেটা আমি বুঝতে পারি। যখন আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, আমি পথ খুজছিলাম।
Keep walking! ?#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #RCBUnbox pic.twitter.com/U987dqzjGu
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 26, 2023
আমি মানুষ হিসেবে নিজের সাথে সমন্বয়ের চেষ্টা করছিলাম, সব সময় নিজেকে বিচার করার চেষ্টা করিনি। খেলার থেকে দূরে থাকাই আমায় সাহায্য করেছে। খেলার প্রতি উত্তেজনা ও ভালোবাসা আবিষ্কার করতে পেরেছি তার ফলে। যখন আমি ফিরে আসি, আমার সামনে শুধুই সুযোগ ছিল , কোনো চাপ ছিল না। তার ফলাফলও দেখা গেল। আমি টি-২০, একদিনের ও টেস্ট ম্যাচে ভালো খেলতে শুরু করলাম।
আমি আগে যেভাবে খেলা উপভোগ করতাম সেভাবেই উপভোগ করা শুরু করলাম, কিন্তু এখনো সেরা পারফরম্যান্স থেকে দূরে আমি, আশা করি আসন্ন আইপিএলে সেই খেলাটা খেলতে পারবো। তাতে দলেরই ভালো হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখনো পর্যন্ত আইপিএল ট্রফি জিততে পারেনি।
২০০৯, ২০১১ ও ২০১৬ এর মরসুমে তারা ফাইনালে পৌঁছেছিলো কিন্তু ট্রফি জিততে পারেনি। ২০১০, ২০১৫ ও ২০২১ এ তারা প্লে অফে পৌঁছয়। আইপিএলে ২২৩ ম্যাচে ৬৬২৪ রানের মালিক কোহলি আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক। কোহলির আশা তার পারফরম্যান্স দলকে প্রথম আইপিএল ট্রফি এনে দেবে।