Fashion Tips: রোদের মধ্যে দৌড়ঝাঁপ! প্রখর গরমে কী কী পোশাকে আরাম, মহিলাদের জন্য টিপস

উত্তর ২৪ পরগনা: গরম এলেই সকলের মনে পোশাক নিয়ে প্রশ্ন আসে। কী পরলে আরাম পাওয়া যাবে, কী ভাবে ঘাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যাবে, তার উপায় খুঁজতে থাকেন সকলেই। সেক্ষেত্রে মহিলাদের পছন্দের তালিকায় কী কী পোশাক রয়েছে, কোন পোশাকের চাহিদা বেশি জেনে নিন। যে পোশাক মহিলাদের স্টাইলের পাশাপাশি আরামও দেবে গরমে।কুর্তি বর্তমানে সব নারীর ক্ষেত্রেই প্রথম পছন্দ হয়ে উঠেছে। লম্বা ঝুলের কুর্তি হোক বা শর্ট কুর্তি, অথবা গোল গলার কুর্তিও গরমকালে আরামদায়ক হয়ে উঠতে পারে। তাই এই ধরনের কুর্তির চাহিদা অনেক অংশেই বাড়ে গ্রীষ্মে।

রঙিন ও ডিজাইনের সুতির হালকা ফেব্রিক্সের কুর্তিও ব্যবহার করা যেতে পারে প্রখর গরমে। পুরুষদের মতই গরমে মহিলাদেরও টি-শার্ট ব্যবহারে বিকল্প নেই। সবচেয়ে আরামদায়ক এই পোশাক গরমে অনেকটাই স্বস্তি দেবে, তবে কাপড়ের ধরন ও হালকা রং দেখে গরমে টি-শার্ট নির্বাচন করা উচিত। জাম্প স্যুট, লম্বা শার্ট ঘরানার পোশাকও গরম আবহাওয়ায় স্বস্তি দিতে পারে মহিলাদের। এখন এই পোশাকগুলো বেশ ট্রেন্ডিং বলেই জানাচ্ছেন বিক্রেতারা।

প্রতিদিন ব্যবহারের জন্য সুতি এবং লিনেন কাপড়ের পোশাক নির্বাচনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কর্মক্ষেত্রে অনেকেই নিয়মিত শাড়ি পরে যাতায়াত করেন। সেক্ষেত্রে সুতির ছাপা শাড়ি, বাটিকের সুতির ট্রেন্ডি শাড়ি,  নরম জামদানি শাড়িও পরতে পারেন মহিলারা। ব্লাউজের ক্ষেত্রে পিছনের দিকটা একটু বড় রাখতে পারেন, ফলে কিছুটা হলেও আরাম মিলতে পারে। থ্রি-কোয়ার্টার বা হাফহাতা ব্লাউজে হলেও খুব একটা অসুবিধা হবেনা। তবে গরমে হালকা রঙের শাড়ি পড়ালি পরামর্শ দিচ্ছেন ফ্যাশন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: বাঁধা কপির মালাই খেয়েছেন? হার মানাবে দই, সন্দেশকে, রইল সহজ রেসিপি

আরও পড়ুন: কিডনিতে পাথর! ৪ লক্ষণ বড় বিপদের সঙ্কেত, পাতে এই ২ জিনিসেই রেহাই, জেনে নিন সবটা

সালোয়ার, প্লাজো, জিনসের সঙ্গে হালকা ফতুয়া, স্কার্টও পরতে পারেন। রঙের ক্ষেত্রে হালকা নীল, সাদা, গোলাপি, লেমন কালার, হালকা বেগুনি, আকাশি এসব রঙের পোশাকে গরম কম লাগে। এই ধরনের পোশাকগুলি পাওয়া যাচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা থেকে শুরু করে ১৮০০ বা ২০০০ টাকার উর্ধ্বেও, গরমের এই আরামদায়ক পোশাকগুলি সহজেই মিলবে বাজারে। তাই গরমে শরীরকে সুস্থ রাখতে বেছে নিতে পারেন আপনার পছন্দের এই আরামদায়ক পোশাকগুলি।

রুদ্র নারায়ণ রায়