Oscars 2024-Christopher Nolan: প্রথমবার অস্কারমঞ্চে সেরা পরিচালকের স্বীকৃতি নোলানকে! ২২ বছর সময় লাগল এই সম্মান পেতে, অভিমান ভেঙে আপ্লুত ভক্তরা

লস অ্যাঞ্জেলস: উচ্চ প্রশংসিত এবং জনপ্রিয়। বিশ্বখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলানের জন্য এই দুই তকমাই প্রযোজ্য। সারা দুনিয়ার সিনেপ্রেমীর কাছে নোলান যেন আবেগের প্রতিশব্দ। তাঁর একাধিক ছবি স্বীকৃতি পেলেও অস্কারের মঞ্চে এই প্রথমবার সেরা পরিচালকের তকমা পেলেন নোলান।

২২ বছরে এই প্রথমবার। আবেগতাড়িত বিশ্বজোড়া নোলান-প্রেমীরা। তাঁর ছবি ‘ওপেনহাইমার’ এই বছর অস্কারে অপরাজিত।

৯৬তম অস্কারের মঞ্চে ঘোষণা করা হয়েছে সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রী-সহ বিনোদন জগতের নানা ক্ষেত্রের বিজয়ীদের নাম। অস্কারের মঞ্চে জয়জয়কার ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’-এর। ‘ওপেনহেইমার’ মোট ১৩টি মনোনয়ন পেয়েছিল। তার মধ্যে ৭ টি বিভাগে জিতেছে পুরস্কার।

?দ্য ডার্ক নাইট?, ?ইন্টারস্টেলার?, ?ইনসেপশন?, ?টেনেট?-এর মতো সিনেমা বানিয়ে বারবার অস্কারের মঞ্চে দেখা দিয়েছেন ঠিকই, কিন্তু সেরা পরিচালক হিসেবে আজ পর্যন্ত অস্কার পাননি নোলান৷ ভক্তদের অভিযোগ, কেন ?দ্য ডার্ক নাইট?-এর জন্য অস্কার পাননি তিনি, কেন ?ডানকার্ক?-এর সময় সেরা পরিচালক হিসেবে মনোনীত হওয়ার পরও বঞ্চিত হলেন নোলান! আজ সেই অভিমান যেন ভেঙে গেল ভক্তদের।

অবশেষে, ২২ বছরের সেই অপেক্ষার ইতি৷  ক্রিস্টোফার নোলানকে তাঁর বহু কাঙ্ক্ষিত অস্কার এনে দিল ‘ওপেনহাইমার’৷