ফিরহাদ হাকিম (ফাইল ছবি)

Firhad Hakim: শেষ মুহূর্তে বাতিল, রাশিয়া সফরের ছাড়পত্রে ফিরহাদ হাকিমকে ‘না’ বিদেশমন্ত্রকের! কেন?

কলকাতা: রবিবার বিকেল অবধি অপেক্ষা করলেও এল না ছাড়পত্র। শেষ অবধি রাশিয়া সফর হচ্ছে না ফিরহাদ হাকিমের। কিন্তু কেন রাশিয়া সফর বাতিল হল কলকাতার মেয়রের?

বিদেশমন্ত্রকের ছাড়পত্র না মেলায় আগামী সপ্তাহে ফিরহাদের মস্কো যাওয়া হচ্ছে না। ব্রিকস সম্মেলনে যোগ দিতে মস্কো যাওয়ার কথা ছিল কলকাতার মেয়র তথা মন্ত্রী পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। গোটা দেশের মধ্যে একজনই মেয়র এই গুরুত্বপূর্ণ সম্মেলনে যাওয়ার সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন: মোড় ঘুরিয়ে দিল কেস ডায়েরি! টালা ওসি-র উত্তরেই ফাঁস সব, এবার স্ক্যানারে ‘বড়’ কেউ?

রবিবার বিকেল অবধি অপেক্ষা করেছিলেন তিনি। কিন্তু ছাড়পত্র এল না। আগামী ১৭ থেকে ২১ সেপ্টেম্বর রাশিয়া সফরে যাওয়ার কথা ছিল মেয়র ফিরহাদ হাকিমের। দেশের মধ্যে একমাত্র কলকাতার মেয়রই আন্তর্জাতিক ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ পেয়েছিলেন।

আরও পড়ুন: এত টাকা খরচ করে শেষে হোটেলে ‘বন্দি’ দিঘার পর্যটকেরা! যা ঘটে গেল, মাথায় হাত সকলের

এই সম্মেলনে যোগ দিতে রাশিয়া যাচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিনিয়োগ টানতে বিদেশ সফরে গিয়েছিলেন। তার পর অনেকটা সময় কেটে গিয়েছে। এবার কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের বিদেশ যাত্রার কথা ছিল। সেই অনুমতি বাতিল করল কেন্দ্রীয় সরকার।

আবীর ঘোষাল