মন্ত্রী ফিরহাদ হাকিম

Firhad Hakim: কত আসন পাবে তৃণমূল…? আসল ‘সংখ্যা’ বলে দিলেন ফিরহাদ হাকিম! মোদির ‘ধ্যান’ নিয়ে বিস্ফোরক মন্তব্য

কলকাতা: বন্দর এলাকা ঘুরে দেখে এবার ভোটের ফল নিয়ে বড় ভবিষ্যৎবাণী করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তৃণমূল কত আসন পেতে চলেছে আগামী ৪ জুনের ফলাফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার তা নিয়ে বড় দাবি ফিরহাদ হাকিমের।

তিনি বলেন, “আমি পোর্ট এরিয়া ঘুরে এলাম..। আমি খুব আশাবাদী শান্তিপূর্ন ভাবে ভোট দেবেন মানুষ। ফিরহাদ হাকিম বলেন, “অভিষেক আগে ২৩ টা বলেছে। এই ৯ টাও আমরাই পাব।” লোকসভা ভোটের ফল ঘোষণার আগে কন্যাকুমারী বিবেকানন্দ রকে একটানা ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “মোদি প্রচুর মিথ্যা কথা বলেছেন তাই উনি ধ্যানে বসেছেন।”

আরও পড়ুন: ঘূর্ণাবর্ত সতর্কতা! আগামী ২৪ ঘণ্টায় কোন কোন রাজ্যে বৃষ্টি…? কী পূর্বাভাস বাংলায়? আপডেট দিয়ে দিল IMD

একইসঙ্গে সপ্তম দফা তথা শেষ দফার নির্বাচনের দিন ভোট পরিস্থিতি খতিয়ে দেখে মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপিকে নিশানা করে শনিবার বলেন, “এরা জানে হেরে যাবে তা সত্ত্বেও দেখছি মস্তানি হচ্ছে। পায়ের তলায় মাটি নেই তাই দেখানোর চেষ্টা করছে। হারার বাহানা করছে। আইএসএফ ভাঙড়ে তিনদিন ধরে অশান্তি করছে। আইএসএফ কি বাজারে ছিল? আইএসএফ বলে কিছু নেই। যে কমিউনিটি ভরসার উপর আইএসএফ করছে, তারা তৃণমূলের সঙ্গেই আছে। তাপস রায়কে অনেকে ভালবাসত,সে যেইভাবে পার্টি এর সঙ্গে দিদির সঙ্গে বেইমানি করছে, তাপস দা’র এই ‘ক্রিয়ার’ প্রতিক্রিয়া আছে। মিঠুন দা তো সব পার্টির কাছেই ঘুরে এসেছে। চোর স্লোগান বিজেপি, সিপিআইএম এর দেওয়া। মিঠুন দা-র উচিত সিনেমাতে ফিরে যাওয়া।