প্রতীকী ছবি

Delhi: বন্দুক তাক করে দাঁড়িয়ে আততায়ী, রাতের শহরে নৈশক্লাবে তাণ্ডব হামলাকারীর… ভাইরাল ভিডিও

নয়াদিল্লি: ফের খবরের শিরোনামে উঠে এল দেশের রাজধানী দিল্লির এক নৈশ পানশালায় গুলিচালনায় ৩০ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। দিল্লির সীমাপুরি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে, সিসিটিভিতে গোটা ঘটনা দেখা দেখা গিয়েছে। ঝিলমিল ইন্ডাস্ট্রিয়াল এলাকায় কাঞ্চ ক্লাবে এই ঘটনা ঘটেছে। সিসিটিভির ওই ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গিয়েছে, চার জন ওই নৈশক্লাবে এসে উপস্থিত হন। এরমধ্যে তিন জন ভিতরে ভিতরে ঢোকেন, একজন বাইরে দাঁড়িয়ে থাকেন। ওই চতুর্থ জনকে দেখা যায় বাইরে দাঁড়ানো বাউন্সারকে হুমকি দিতে। বাউন্সার তখন হাঁটু গেড়ে বসে ছিলেন। এরপরেই দুজন হামলাকারী বেরোনোর আগে আকাশে দুবার গুলি ছোঁড়েন। তারপরেই এলাকা ছাড়েন হামলাকারীরা।

আরও পড়ুন:‘আর পারছি না, সংসদ পদ থেকে মুক্তি চাই’, প্রতিক্রিয়া জহর সরকারের, কবে ইস্তফা?
পুলিশ সূত্রে খবর, শনিবার মধ্যরাতে রাত ১২টা বেজে ৫৯ মিনিটে এই গুলি চালনার ঘটনার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গেই সীমাপুরির একটি পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছায়। ক্লাবের সামনে থেকে দুটি বুলেট ভর্তি কার্তুজ এবং আটটি ফাঁকা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও ক্লাবের দরজার সামনে দুটি গুলির চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে। বাউন্সারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। বাউন্সারের অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ দুই ব্যক্তি এসে তাঁর দিকে বন্দুক তাক করে গুলি চালান।

আরও পড়ুন: ট্রাফিক আইন ভেঙে উল্টে তেড়ে এলেন মহিলা, তারপর কী হল? দেখুন ভাইরাল ভিডিও!
পুলিশ সূত্রে খবর, মনে করা হচ্ছে, ক্লাবের তরফ থেকে তোলা আদায় না করতে পারার জন্যই হামলাকারীরা আক্রমণ চালান। ইতিমধ্যেই অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। ওই ব্যক্তিদের পরিচয়ও শনাক্ত করা গিয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।