মৌসুমী চৌধুরী বই প্রকাশ

Purulia News: মহিলা ছৌ নৃত্য শিল্পীকে অনন্য সম্মান! দুই মলাটে বন্দি মৌসুমীর লড়াইয়ের গল্প

পুরুলিয়া: শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্য পরিপূর্ণ পুরুলিয়া জেলা। এই জেলার অন্যতম ঐতিহ্য ছৌ নৃত্য। সেটিকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন পুরুলিয়ার ভূমিকন্যা মৌসুমী চৌধুরী। নানা কথা,  বঞ্চনা, অপমানেও দমে যাননি তিনি। সমাজের বাঁকা নজরের সামনে দাঁড়িয়ে কখন যে ছৌ নাচের প্রেমে পড়ে গিয়েছিলেন, তা তিনি নিজেই জানেন না। দেশে বিদেশে আজ তাঁর জয়জয়কার।

মৌসুমীর জীবন কাহিনী দুই মলাটে বন্দি করল ইউনাইটেড নেশন অফ উওমেন। সম্প্রতি  দিল্লির ইউএন হাউসে ‘হাম: হয়েন উওমেন লিড’ নামে একটি বই প্রকাশিত হয়েছে। সেই বইতেই রয়েছে মৌসুমীর ছৌ নিত্যের পথ চলার কাহিনী। যা রীতিমত সাড়া ফেলে দিয়েছে সর্বত্র।এ বিষয়ে মৌসুমী চৌধুরী বলেন , তিনি বরাবরই চেয়েছিলেন তার প্রতিভা সকলের সামনে তুলে ধরতে। ‌ মহিলা হিসেবে ছৌ সাম্রাজ্যে তিনি যেটুকু স্থান অর্জন করতে পেয়েছেন তাতে তিনি খুবই খুশী। আজ পাড়াগাঁয়ের মেয়ে হয়েও আজ ইউনেস্কোর মতএকটি সংস্থা তার জীবন কাহিনী দুই মোলাটে বন্দি করেছে এটা তার কাছে খুবই গর্বের।

পুরুলিয়ার বলরামপুরের অজপাড়া গাঁ মালডি। ‌ চারপাশে ধুধু ভূমি। পাশেই কুমারী নদী। এখানেই মৌসুমীর বড় হয়ে ওঠা। ২০০৭-০৮ সাল থেকে তাঁর ছৌ নৃত্যের প্রশিক্ষণ। বাবার কাছেই হাতে খড়ি। ২০১২ সালে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তত্ত্বাবধানে রাজ্য-কেন্দ্রের উদ্যোগে গড়ে উঠেছিল মালডির ছৌ শিবির। আর সেই সময় থেকেই চার দেওয়ালের বেড়া ভেঙে মহিলা ছৌ দল গঠন করেছিলেন মৌসুমী। ‌

আরও পড়ুন: কলকাতা ফেরার পথে যাত্রীবোঝাই বাসে বড়সড় দুর্ঘটনা! মুখোমুখি লরির সঙ্গে সংঘর্ষ! তারপর…

আরও পড়ুন: খাঁড়িতে মাছ, কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা! সুন্দরবনে হাহুতাশ মৎস্যজীবীদের

পাড়া পড়শীদের ব্যঙ্গ , বিদ্রুপ , কটুক্তি সমস্ত কিছুকে উপেক্ষা করে এগিয়ে চলেছে নিজের পথে। দেশে-বিদেশে আজ তাকে সকলেই এক নামে চেনে। ইউনাইটেড নেশন উইমেন তার এই লড়াইয়ের কাহিনী কেই সকলের সামনে তুলে ধরেছে। তাতেই গর্বিত গোটা জঙ্গলমহল। ‌

শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়