PNB-তে ১০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করলে কত রিটার্ন পাবেন ম্যাচিউরিটিতে ?

ব্যাঙ্ক হোক বা পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে নিশ্চিন্তে থাকা যায় ৷ কারণ এফডি-র সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে বিনা রিস্কে নির্দিষ্ট রিটার্ন পাওয়া যায় ৷ বিনিয়োগের জন্য এফডি-কে সবচেয়ে সুরক্ষিত মানা হয় ৷
ব্যাঙ্ক হোক বা পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে নিশ্চিন্তে থাকা যায় ৷ কারণ এফডি-র সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে বিনা রিস্কে নির্দিষ্ট রিটার্ন পাওয়া যায় ৷ বিনিয়োগের জন্য এফডি-কে সবচেয়ে সুরক্ষিত মানা হয় ৷
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ১৮ মাস থেকে ২ বছরের মেয়াদের এফডিতে ২ কোটি টাকার কম রাখলে ৭.২০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে ৷

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ১৮ মাস থেকে ২ বছরের মেয়াদের এফডিতে ২ কোটি টাকার কম রাখলে ৭.২০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে ৷
সিনিয়র সিটিজেনরা অবশ্য ১৮ মাস থেকে ২ বছরের জন্য ২ কোটি টাকার কম রাখলে পেয়ে যাবেন ৭.৭৫ শতাংশ সুদ ৷

সিনিয়র সিটিজেনরা অবশ্য ১৮ মাস থেকে ২ বছরের জন্য ২ কোটি টাকার কম রাখলে পেয়ে যাবেন ৭.৭৫ শতাংশ সুদ ৷
এই সুদের হিসেবে যদি কেউ এফডি- স্কিমে ১০ লক্ষ টাকা ১৮ মাসের জন্য জমা রাখে তাহলে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১১,১২,৯৭৮ টাকা ৷ হিসেব অনুযায়ী সুদ হিসেবে মিলবে ১,১২,৯৭৮ টাকা ৷
এই সুদের হিসেবে যদি কেউ এফডি- স্কিমে ১০ লক্ষ টাকা ১৮ মাসের জন্য জমা রাখে তাহলে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১১,১২,৯৭৮ টাকা ৷ হিসেব অনুযায়ী সুদ হিসেবে মিলবে ১,১২,৯৭৮ টাকা ৷
সিনিয়র সিটিজেনরা ১০ লক্ষ টাকা ১৮ মাসের জন্য রাখলে ৭.৭৫ শতাংশ হিসেবে পাবেন ১১,২২,০২৮ টাকা ৷ সুদ হিসেবে মিলবে ১,২২,০২৮ টাকা ৷

সিনিয়র সিটিজেনরা ১০ লক্ষ টাকা ১৮ মাসের জন্য রাখলে ৭.৭৫ শতাংশ হিসেবে পাবেন ১১,২২,০২৮ টাকা ৷ সুদ হিসেবে মিলবে ১,২২,০২৮ টাকা ৷