ত্রিপুরা নির্বাচনে মনোনয়ন দাখিল করার শেষ দিনে উপস্থিত মানিক সাহা

Tripura News: ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মনোনয়ন দাখিল বিজেপি প্রার্থীদের

আগরতলা: ত্রিপুরায় আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আগরতলা ও উদয়পুরের মাতাবাড়িতে মনোনয়নপত্র দাখিল করলেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা। মনোনয়ন দাখিল করার সময় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা৷

ভোট প্রচারে গিয়ে তিনি বলেছেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনে আমাদের দলীয় প্রার্থীরা আশানুরূপ ভোটে জয়যুক্ত হবেন। মানুষের আস্থা ও আশীর্বাদ ভারতীয় জনতা পার্টির উপর রয়েছে। মানুষের আশীর্বাদেই তাঁরা জয়যুক্ত হবেন।’’

আরও পড়ুন:বিশ্ব থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ, সব জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা, আগুন টেলিভিশন ভবনে

এদিন দলীয় প্রার্থীদের সমর্থনে মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে ‘মাতাবাড়ি’ মন্দিরে গিয়ে মায়ের কাছে পুজো দেন মুখ্যমন্ত্রী। পুজো দেওয়ার পর দলের প্রার্থীদের সমর্থনে আয়োজিত সুবিশাল মিছিলে অংশ নেন মুখ্যমন্ত্রী সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন: কোটা’ ইস্যুতে উত্তাল বাংলাদেশ, ও পারে বসবাসকারী ভারতীয়দের জন্য নির্দেশিকা হাইকমিশনের

পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দাখিল অন্তিম দিনে করছেন মনোনয়ন জমা দিয়েছেন ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা।

এদিন উদয়পুরের ‘মাতাবাড়ি’তে মনোনয়নপত্র দাখিলের সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায় সহ রাজ্য, জেলা ও মন্ডল স্তরের শীর্ষ নেতৃত্ব।