Manoj Tiwary: অবসরের পরও নেই শান্তি! এবার মনোজ তিওয়ারিকে ‘শাস্তি’ দিল বিসিসিআই, দমতে নারাজ প্রাক্তন ক্রিকেটার

কলকাতা: সদ্য সমস্ত ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি। কিন্তু অবসরের পরও বোর্ডের শাস্তির কোপে পড়তে হল মনোজকে। রঞ্জি ট্রফির গুরুত্ব কমে যাওয়া নিয়ে সরব হওয়াতেই জরিমানা হল তারকা ক্রিকেটারের। যা জানার পর আক্ষেপ প্রকাশও করেছেন মনোজ তিওয়ারি।

এটাই যে তাঁর শেষ মরশুম সেই কথা আগেই জানিয়েছিলেন মনোজ তিওয়ারি। অবসরের আগে গত ১০ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ একটি পোস্ট করেছিলেন বাংলার অধিনায়ক। আইপিএলের রমরমায় রঞ্জি ট্রফি যেভাবে গুরুত্ব হারাচ্ছে তাতে এই প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া উচিত। মনোজের এই বক্তব্যের জন্যই তাঁর ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করেছে বোর্ড।

বোর্ডের এই সিদ্ধান্ত ব্যাথিত বলে জানিয়েছেন মনোজ তিওয়ারি। ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসে বাংলার প্রাক্তন অধিনায়ক বলেন,”রঞ্জি ট্রফির মূল্যটা এখন কমে যাচ্ছে। কিছু বললেই নির্বাসিত করবে, জরিমানা করবে। এখন বোর্ড খেলোয়াড়েরা চালাচ্ছে না। চালাচ্ছে কিছু রাজনীতির লোকজন। এটাই বাস্তব। একটা পোস্টের জন্য আমার ২০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে।”

এছাড়াও মনোজ তিওয়ারি জানিয়েছেন,”বর্তমানে রঞ্জি ট্রফির গুরুত্ব কমে যাচ্ছে। প্লেয়াররা সারা বছর আইপিএল নিয়ে বেশি কথা বলে। প্রথম শ্রেণির ম্যাচ খেলার আগ্রহ কমছে। আইপিএল খেলেই বিখ্যাত হওয়ার চেষ্টা করছে। তবে আমি পোস্ট না করলে হয়তো আমাকে এই জরিমানার মুখে পড়তে হত না।”

আরও পড়ুনঃ IND vs ENG: তৃতীয় টেস্ট শেষে সরফরাজকে নিয়ে বড় মন্তব্য করলেন রোহিত, যা আগে কখনও বলেননি

সোমবার ক্রীড়া সাংবাদিক ক্লাবে সংবর্ধনা পেয়ে আপ্লুত বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। এখন আর বিতর্কিত বিষয় নিয়ে মুখ না খুললেও, রঞ্জি ট্রফি শেষের পর ফের ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব হারিয়ে যাওয়া নিয়ে সরব হবেন বলে আভাস দিয়েছেন মনোজ তিওয়ারি।