প্রয়াত অংশুমান গায়কোয়াড়৷

Anshuman Gaekwad passes away: প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়! সচিনদের কোচ হিসেবেও পান সাফল্য

নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অংশুমান গা৷য়কোয়াড়৷ ভারতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন গায়কোয়াড়৷ ৭১ বছর বয়সে এ দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ দীর্ঘ দিন ধরেই ব্লাড ক্যানসারে ভুগছিলেন গায়কোয়াড়৷

ভারতের হয়ে ৪০টি টেস্ট এবং ১৫টি একদিনের ম্যাচ খেলেছিলেন গায়কোয়াড়৷ লন্ডনের কিংগস কলেজ হসপিটালে চিকিৎসা চলছিল তাঁর৷ এক মাস আগেই লন্ডন থেকে দেশে ফিরেছিলেন প্রাক্তন এই ক্রিকেটার৷ গায়কোয়াড়ের চিকিৎসার জন্য আগেই ১ কোটি টাকা দিয়েছিল বিসিসিআই৷

আরও পড়ুন: ভারত-শ্রীলঙ্কা সিরিজে ফের অধিনায়ক বদল! একদিনের সিরিজের আগে বড় খবর

প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ বছরের কেরিয়ারে দুশোর বেশি ম্যাচ খেলেছেন গায়কোয়াড়৷ ভারতীয় দলের কোচ হিসেবেও উল্লেখযোগ্য সাফল্য পান তিনি৷ তাঁর কোচিংয়েই ২০০০ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্স আপ হয় ভারত৷

এ ছাড়াও তাঁর কোচিংয়ে ১৯৯৮ সালে শারজায় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ভারত৷ ১৯৯৯ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলায় পাকিস্তানের বিরুদ্ধে অনিল কুম্বলের দশ উইকেট নেওয়ার ম্যাচেও কোচ ছিলেন গায়কোয়াড়৷
প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ক্রিকেটে তাঁর অবদানের জন্য অংশুমান গায়কোয়াড়কে সবাই মনে রাখবে৷ খেলোয়াড় হিসেবে তাঁর মধ্যে প্রতিভা যেমন ছিল সেরকমই কোচ হিসেবেও তিনি অসাধারণ ছিলেন৷ তাঁর মৃত্যুতে আমি মর্মাহত৷ তাঁর পরিবার এবং গুণমুদ্ধদের সমবেদনা জানাই৷ ওম শান্তি৷