বনগাঁ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন সন্দীপ ঘোষ৷

Sandip Ghosh: কৃতি ছাত্রদের তালিকা থেকে মোছা হোক সন্দীপের নাম, দাবি উঠল বনগাঁর স্কুলে

অনিরুদ্ধ কীর্তনিয়া, বনগাঁ: আরজি কর কাণ্ডে রীতিমতো কোণঠাসা হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ নির্যাতিতা চিকিৎসকের বাবা মা থেকে শুরু করে হাসপাতালের জুনিয়র চিকিৎসক, সন্দীপের ভূমিকা নিয়ে সরব হয়েছেন অনেকেই৷ পর পর ছ দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই৷ এমন কি, সন্দীপের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছে রাজ্য স্বাস্থ্য দফতর৷

এই পরিস্থিতিতে সন্দীপের নাম স্কুলের কৃতি ছাত্রদের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি তুললেন বনগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা৷ আরজি কর কাণ্ডে বিতর্কের কেন্দ্রে থাকা সন্দীপ ঘোষ এই স্কুলেরই প্রাক্তন ছাত্র ছিলেন৷

আরও পড়ুন: সেদিন কী হয়েছিল পানিহাটি শ্মশানে? নির্যাতিতার সৎকার বিতর্কে মুখ খুললেন শ্মশানের ম্যানেজার

১৯৮৯ সালে এই স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক পাস করেন সন্দীপ৷ উচ্চমাধ্যমিকে বনগাঁ উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় স্থান দখল করেছিলেন সন্দীপ৷ ফলে স্কুলের কৃতি ছাত্রদের তালিকার বোর্ডে নাম রয়েছে তাঁর। কিন্তু আরজি কর কাণ্ডের পরই তাঁর বিরুদ্ধে ক্ষোভ জন্মেছে স্কুলের বর্তমান এবং প্রাক্তন ছাত্রদের মধ্যে৷

বুধবার বনগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্ররা প্রধান শিক্ষক কুণাল দে-এর কাছে একটি লিখিত আবেদন জমা দেয়। তাঁদের দাবি, কৃতি ছাত্রদের তালিকার বোর্ড থেকে সন্দীপ ঘোষের নাম মুছে দেওয়া হোক। আবেদনপত্র জমা নেওয়ার পরে বনগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, প্রাক্তন ছাত্ররা একটি আবেদনপত্র জমা দিয়েছেন। যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, প্রাক্তন ছাত্র ও স্কুল পরিচালনা সমিতির সঙ্গে বৈঠক করবার পরে যা সিদ্ধান্ত নেওয়ার নেওয়া হবে।

অন্যদিকে স্কুলের প্রাক্তন ছাত্রদের দাবি, ‘বনগাঁ উচ্চ বিদ্যালয়কে সন্দীপ ঘোষের নামে আমরা চিনতে চাই না। সেই কারণেই আমরা ওনার নাম মুছে দেওয়ার জন্য আবেদন জানিয়েছি।’