টি-২০ বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, গ্রুপ-ওয়ানের ১ নম্বর দল গ্রুপ-টুয়ের ২ নম্বর দলের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল খেলবে। গ্রুপ-ওয়ানের ২ নম্বর দল গ্রুপ-টুয়ের ১ নম্বর দলের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে।

T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের সুপার এইট রাউন্ডের পূর্ণাঙ্গ সূচি, দেখে নিন এক ঝলকে

চূড়ান্ত হয়ে গেল টি-২০ বিশ্বকাপের সুপার এইট। ২ তারিখ থেকে শুরু হয়েছিল প্রতিযোগিতা। গ্রুপ পর্বের লড়াই শেষে ৮টি দেশ জায়গা পাকা করে ফেলল পরবর্তী রাউন্ড। গ্রুপ এ থেকে ভারত ও আমেরিকা, গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড, গ্রুপ সি থেকে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ ডি থেকে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ পরের রাউন্ডে পৌছে গেল।

১৯ জুন থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপের সুপার এইট রাউন্ড। সুপার এইটে আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে থাকছে ৪টি করে দল। প্রতি দল একে অপরের সঙ্গে খেলবে। তারপর পয়েন্টের বিচারে প্রতি গ্রুপের প্রথম ২ দল পৌছে যাবে সেমিফাইনালে। সেখান থেকে ফাইনাল।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: কোন কোন দেশ পৌছল টি-২০ বিশ্বকাপের সুপার এইট রাউন্ডে? জানা গেল চূড়ান্ত ৮ নাম

গ্রুপ এক: ভারত , আফগানিস্তান , অস্ট্রেলিয়া, বাংলাদেশ
গ্রুপ দুই: মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড , ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা

এক ঝলকে দেখে নিন টি-২০ বিশ্বকাপের সুপার এইটের সম্পূর্ণ সূচি-
তারিখ              ম্যাচ                                              ভেন্যু                      সময়
১৯ জুন    দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্র          অ্যান্টিগা              রাত ৮টা
২০ জুন   ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড           সেন্ট লুসিয়া          সকাল ৬টা
২০ জুন   ভারত-আফগানিস্তান                 বার্বাডোজ            রাত ৮টা
২১ জুন    অস্ট্রেলিয়া-বাংলাদেশ                অ্যান্টিগা             সকাল ৬টা
২১ জুন    ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা          সেন্ট লুসিয়া         রাত ৮টা
২২ জুন   ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্র             বার্বাডোজ           সকাল ৬টা
২২ জুন   বাংলাদেশ-ভারত                          অ্যান্টিগা             রাত ৮টা
২৩ জুন  আফগানিস্তান-অস্ট্রেলিয়া        সেন্ট ভিনসেন্ট  সকাল ৬টা
২৩ জুন  ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র                            বার্বাডোজ           রাত ৮টা
২৪ জুন  ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা  অ্যান্টিগা           সকাল ৬টা
২৪ জুন   ভারত-অস্ট্রেলিয়া                             সেন্ট লুসিয়া     রাত ৮টা
২৫ জুন  বাংলাদেশ-আফগানিস্তান          সেন্ট ভিনসেন্ট সকাল ৬টা