নিত্যপুজোর ডালিতে টগরফুল অপরিহার্য। বাংলার অতি পরিচিত টগরফুলের গাছ ঝাঁকড়া হয়ে ওঠে অল্প যত্নেই। জমিতে বা টবে হলেও টগরগাছে ফুল ধরে।

Gardening tips for Tagor Flower: ম্যাজিক খাবারের কামাল! দিলেই গরমেও অজস্র সাদা ফুলে ঢাকবে টগরগাছ! জানুন ছোট্ট যত্নের সহজ টিপস

নিত্যপুজোর ডালিতে টগরফুল অপরিহার্য। বাংলার অতি পরিচিত টগরফুলের গাছ ঝাঁকড়া হয়ে ওঠে অল্প যত্নেই। জমিতে বা টবে হলেও টগরগাছে ফুল ধরে।
নিত্যপুজোর ডালিতে টগরফুল অপরিহার্য। বাংলার অতি পরিচিত টগরফুলের গাছ ঝাঁকড়া হয়ে ওঠে অল্প যত্নেই। জমিতে বা টবে হলেও টগরগাছে ফুল ধরে।

 

শীত ছাড়া বছরভরই টগরগাছে অল্পবিস্তর ফুল ধরে। নানা ধরনের টগর ফুল হয় বাংলার মাটিতে।
শীত ছাড়া বছরভরই টগরগাছে অল্পবিস্তর ফুল ধরে। নানা ধরনের টগর ফুল হয় বাংলার মাটিতে।

 

অনেকেই অভিযোগ করেন টবে টগরগাছে ফুল ধরতে চায় না। তাঁদের জন্য রইল সহজ টিপস।
অনেকেই অভিযোগ করেন টবে টগরগাছে ফুল ধরতে চায় না। তাঁদের জন্য রইল সহজ টিপস।

 

 যে কোনও মাটিতেই টগরগাছ হয়। তবে অল্পদিনে ফুল পাওয়ার জন্য যত্নে তৈরি করুন মাটি।
যে কোনও মাটিতেই টগরগাছ হয়। তবে অল্পদিনে ফুল পাওয়ার জন্য যত্নে তৈরি করুন মাটি।
৬০ ভাগ মাটির সঙ্গে নিন ১০ ভাগ বালি। ১০ ভাগ কোকোপিট। ২০ ভাগ জৈব সার। বছরে তিন চার বার কাটিং করুন।
৬০ ভাগ মাটির সঙ্গে নিন ১০ ভাগ বালি। ১০ ভাগ কোকোপিট। ২০ ভাগ জৈব সার। বছরে তিন চার বার কাটিং করুন।

 

কাটিংয়ের সময় সর্ষের খোল পচা জৈব তরল সার দিন। ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার বা পুরনো গোবরসার ও পাতাসার দিতে পারেন। নার্সারি থেকে কিনতে পারেন হাড়ের গুঁড়োর সারও।
কাটিংয়ের সময় সর্ষের খোল পচা জৈব তরল সার দিন। ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার বা পুরনো গোবরসার ও পাতাসার দিতে পারেন। নার্সারি থেকে কিনতে পারেন হাড়ের গুঁড়োর সারও।

 

মাটি ঝুরো ঝুরো করে সার ছড়িয়ে দিন। তার পর আবার মাটি দিয়ে ঢেকে দিন। ভোরে বা সন্ধ্যায় সার দিন। সূর্যের তাপে সার দেবেন না।
মাটি ঝুরো ঝুরো করে সার ছড়িয়ে দিন। তার পর আবার মাটি দিয়ে ঢেকে দিন। ভোরে বা সন্ধ্যায় সার দিন। সূর্যের তাপে সার দেবেন না।

 

সার দেওয়ার পর গাছে ভাল করে জল দিন। প্রতিদিন নিয়ম করে জল দিন। বেশি না। আবার কমও না। টবের মাটি যেন শুকিয়ে না যায় দেখবেন।
সার দেওয়ার পর গাছে ভাল করে জল দিন। প্রতিদিন নিয়ম করে জল দিন। বেশি না। আবার কমও না। টবের মাটি যেন শুকিয়ে না যায় দেখবেন।

 

দিনে ৪-৫ ঘণ্টা রোদ পাবে, এমন জায়গায় টগরগাছ রাখুন। এভাবে যত্ন নিলেই অল্প দিনে প্রচুর কুঁড়ি আসবে ও ফুল হবে টগরগাছে।
দিনে ৪-৫ ঘণ্টা রোদ পাবে, এমন জায়গায় টগরগাছ রাখুন। এভাবে যত্ন নিলেই অল্প দিনে প্রচুর কুঁড়ি আসবে ও ফুল হবে টগরগাছে।