বিশ্ব ক্রিকেটের সেরা ১১ জন! গম্ভীর বাছলেন সেই দল, যাঁদের দলে নিলেন, কেউ নেয় না

অনেকেই ভাবেন, পাকিস্তানের যে কোনও ক্রিকেটারের সঙ্গে গৌতম গম্ভীরের আদায়-কাঁচ কলায় সম্পর্ক। ভুল ভাবেন না তো তাঁরা! কারণ, পাকিস্তানের ক্রিকেটারদের প্রতি গম্ভীরের ভাল লাগা এতদিনে প্রকাশ পেল!
অনেকেই ভাবেন, পাকিস্তানের যে কোনও ক্রিকেটারের সঙ্গে গৌতম গম্ভীরের আদায়-কাঁচ কলায় সম্পর্ক। ভুল ভাবেন না তো তাঁরা! কারণ, পাকিস্তানের ক্রিকেটারদের প্রতি গম্ভীরের ভাল লাগা এতদিনে প্রকাশ পেল!
তিনি এখন ভারতীয় দলের কোচ। তাঁর চোখের সামনে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো বিশ্ব ক্রিকেটের তারকারা নিজেদের স্কিল দেখান, প্র্য়াকটিস করেন। অথচ ভারতের এই তারকা ক্রিকেটারদের গম্ভীরের কি একেবারেই পছন্দ নয়!
তিনি এখন ভারতীয় দলের কোচ। তাঁর চোখের সামনে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো বিশ্ব ক্রিকেটের তারকারা নিজেদের স্কিল দেখান, প্র্য়াকটিস করেন। অথচ ভারতের এই তারকা ক্রিকেটারদের গম্ভীরের কি একেবারেই পছন্দ নয়!
কোনও বড় ক্রিকেট ইভেন্টের আগে গম্ভীর টিভি ইন্টারভিউতে বসলে বরাবর আক্রমণাত্মক থাকেন। বিশেষ করে উল্টোদিকে পাকিস্তানের কোনও প্রাক্তন ক্রিকেটার থাকলে তো তাঁর মেজাজ সপ্তমে থাকে। তবে বাস্তব কিন্তু ছবিটা অন্য।
কোনও বড় ক্রিকেট ইভেন্টের আগে গম্ভীর টিভি ইন্টারভিউতে বসলে বরাবর আক্রমণাত্মক থাকেন। বিশেষ করে উল্টোদিকে পাকিস্তানের কোনও প্রাক্তন ক্রিকেটার থাকলে তো তাঁর মেজাজ সপ্তমে থাকে। তবে বাস্তব কিন্তু ছবিটা অন্য।
গৌতম গম্ভীর এবার তাঁর নিজের মতো করে বিশ্ব ক্রিকেটের সেরা তারকাদের নিয়ে একটি টিম বেছেছেন। সেই ১১ জনের ক্রিকেট টিমে একজনও ভারতীয় নেই।
গৌতম গম্ভীর এবার তাঁর নিজের মতো করে বিশ্ব ক্রিকেটের সেরা তারকাদের নিয়ে একটি টিম বেছেছেন। সেই ১১ জনের ক্রিকেট টিমে একজনও ভারতীয় নেই।
গম্ভীরের ওয়ার্ল্ড-11-এর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, এই দলে  ভারতীয় কিংবদন্তিদের কেউ নেই। গৌতম গম্ভীর তাঁর ওয়ার্ল্ড-11-এ সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকর, রাহুল দ্রাবিড়, কপিল দেব, মহম্মদ আজহারউদ্দিন, ভিভিএস লক্ষ্মণের মতো কাউকে রাখেননি।
গম্ভীরের ওয়ার্ল্ড-11-এর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, এই দলে ভারতীয় কিংবদন্তিদের কেউ নেই। গৌতম গম্ভীর তাঁর ওয়ার্ল্ড-11-এ সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকর, রাহুল দ্রাবিড়, কপিল দেব, মহম্মদ আজহারউদ্দিন, ভিভিএস লক্ষ্মণের মতো কাউকে রাখেননি।
গৌতম গম্ভীরের সর্বকালের বিশ্ব-একাদশ-অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেন, এবি ডি ভিলিয়ার্স, ব্রায়ান লারা, অ্যান্ড্রু সাইমন্ডস, ইনজামাম-উল-হক, আবদুল রাজ্জাক, মুথাইয়া মুরলিধরন, শোয়েব আখতার, মরনে মরকেল, অ্যান্ড্রু ফ্লিনটফ।
গৌতম গম্ভীরের সর্বকালের বিশ্ব-একাদশ-
অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেন, এবি ডি ভিলিয়ার্স, ব্রায়ান লারা, অ্যান্ড্রু সাইমন্ডস, ইনজামাম-উল-হক, আবদুল রাজ্জাক, মুথাইয়া মুরলিধরন, শোয়েব আখতার, মরনে মরকেল, অ্যান্ড্রু ফ্লিনটফ।