আবার বছর ২০ পরে ফিরছে নস্টালজিয়া! গ্লোব সিনেমা হবে ডুয়ালপ্লেক্স, পুজোর আগে বড় খবর!

Globe Cinema Set to Reopen: আবার বছর ২০ পরে ফিরছে নস্টালজিয়া! গ্লোব সিনেমা হবে ডুয়ালপ্লেক্স, পুজোর আগে বড় খবর!

কলকাতা: লিন্ডসে স্ট্রিটের সেই গ্লোব সিনেমা! মনে পড়ে? ২০ বছর আগে এই প্রেক্ষাগৃহে শেষবারের মতো সিনেমা দেখানো হয়েছিল। আবার সে আসিছে ফিরিয়া! সুখবর হল, এসপ্ল্যানেডের গ্লোব সিনেমা খোলনলচে বদলে ফিরছে। দুর্গাপুজোর আগেই উদ্বোধন হবে গ্লোবের দুই পর্দার মাল্টিপ্লেক্স।

শহরবাসীর নস্টালজিয়া উস্কে দিতে চাইলে গ্লোবে প্রদর্শিত জনপ্রিয় সিনেমাগুলোর তালিকা সামনে রাখলেই যথেষ্ট! ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘ইন্টারভিউ’, ‘কোরাস’, ‘ঘরে বাইরে’, ‘ম্যাকেনাস গোল্ড’, ‘বেন হুর’, ‘জস’, ‘স্টার ওয়ারস’, ‘বেসিক ইন্সটিনক্ট’ এবং ‘টাইটানিক-এর মতো ছবি প্রথমবার গ্লোবে দেখেছিলেন যারা, তাঁদের কাছে এই হলের পুনরুদবোধন নিঃসন্দেহে আনন্দের খবর।

আরও পড়ুন- পুজোয় এবার ভিলেন বৃষ্টি! নিম্নচাপ ঘনাচ্ছে অক্টোবরের শুরুতেই…দেখে নিন বড় আপডেট

ঐতিহ্যময় গ্লোব সিনেমার সঙ্গে জড়িয়ে আছে পুরনো কলকাতার ইতিহাস। ১৯২২ সাল। জনসাধারণের বিনোদনের জন্য ব্রিটিশ সরকারের পক্ষ থেকে গড়া হয়েছিল এই সিনেমা হল। সেই থেকে একের পর এক হাউজফুল সিনেমার আঁতুড়ঘর এটিই। ২০১৪ সালে মাল্টিপ্লেক্সের রমরমার শুরুয়াতের দিনগুলিতে হঠাৎ থমকে যায় গ্লোব। ২০ বচ্ছর পর আবার সেই পুরনো স্বাদ ফিরে পেটে চলেছেন উৎসাহী দর্শক। সেপ্টেম্বরের শেষেই খুলে যাবে গ্লোব। নস্টালজিয়ার সঙ্গে যোগ হচ্ছে আধুনিকতার ছোঁয়া। নতুন গ্লোবে থাকছে দু’টি অডিটোরিয়াম! একটিতে আসন সংখ্যা ২৪৩ এবং অন্যটিতে ১৯৮ জন দর্শক বসতে পারেন। শতদীপ সাহা নামের এক ব্যক্তি গ্লোব কিনে সেটিকে নতুন করে সাজিয়েছেন।

আরও পড়ুন- অফিসারের হবু স্ত্রীর বুকে লাথি! জেলে ঢুকিয়ে যৌন হেনস্থা, অশ্লীল আচরণের অভিযোগ! 

বহু পর্দার মাল্টিপ্লেক্সের যুগে বাংলায় সাবেক সিনেমাহলের সংখ্যা ক্রমেই কমছে। শতদীপ জানান, সারা বাংলায় মাল্টির বদলে ডুয়াল-প্লেক্স স্থাপনের চেষ্টা করছেন তিনি। তাঁর মতে, এ তো কেবল সিনেমা হল নয়, যুগের সমাহার, ইতিহাস! তাই এটিকে ‘SSR গ্লোব সিনেমাস’ নামে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছেন তিনি।