ভারতীয়দের কাছে সোনা মানেই সম্পদ। সোনাই সম্পদ মানে ভাবেন অনেক ভারতীয়ই। আবার অনেকেই মনে করেন সোনা মানেই বিনিয়োগ করা। তাই সোনার যত্নের প্রয়োজন। বাড়িতে পরে থাকা গয়নাতে ময়লা জমে। আবার রেখে দেওয়া পুরনো সোনার গয়নাতেও জমে ময়লা। প্রতীকী ছবি

Gold Cleaning Tips: ঘরোয়া টোটকাতে বাজিমাত! সুপার ফর্মুলায় পুরনো সোনা হবে নতুনের মতন! জেনে নিন…

সময় করে সোনার গয়না পরিষ্কার করা জরুরি। কিন্তু, কী উপায়ে পরিষ্কার করবেন? সোনার গয়না পরিস্কারে কী ব্যবহার করবেন? জেনে নেওয়া যাক।
সময় করে সোনার গয়না পরিষ্কার করা জরুরি। কিন্তু, কী উপায়ে পরিষ্কার করবেন? সোনার গয়না পরিস্কারে কী ব্যবহার করবেন? জেনে নেওয়া যাক।
 হালকা উষ্ণ গরম জল নিন একটি পাত্রে। তাতে কয়েক ফোঁটা তরল সাবান যোগ করুন। ১০-১৫ মিনিট ওই জলে ভিজিয়ে রাখুন সোনার গয়না। এবার নরম ব্রাশ দিয়ে হালকা হাতে ঘষে নিন। জলে ভাল করে ধিয়ে শুকিয়ে নিলেই তা ঝকঝকে হয়ে উঠবে। প্রতীকী ছবি
হালকা উষ্ণ গরম জল নিন একটি পাত্রে। তাতে কয়েক ফোঁটা তরল সাবান যোগ করুন। ১০-১৫ মিনিট ওই জলে ভিজিয়ে রাখুন সোনার গয়না। এবার নরম ব্রাশ দিয়ে হালকা হাতে ঘষে নিন। জলে ভাল করে ধিয়ে শুকিয়ে নিলেই তা ঝকঝকে হয়ে উঠবে। প্রতীকী ছবি
থালা বাসন মাজার যে ডিশ সোপ ব্যবহার করা হয়। তা পাথর বসানো গয়না পরিষ্কার করার ক্ষেত্রেও ভীষণ কার্যকরী। জলে প্রথমে ডিশ সোপ গুলে নিন। তার মধ্যে গয়না ভিজিয়ে হালকা হাতে ধুয়ে নিন। প্রতীকী ছবি
থালা বাসন মাজার যে ডিশ সোপ ব্যবহার করা হয়। তা পাথর বসানো গয়না পরিষ্কার করার ক্ষেত্রেও ভীষণ কার্যকরী। জলে প্রথমে ডিশ সোপ গুলে নিন। তার মধ্যে গয়না ভিজিয়ে হালকা হাতে ধুয়ে নিন। প্রতীকী ছবি
কানের দুল, আংটি পরিষ্কার করলে খেয়াল রাখতে হবে ভিতরের অংশেও ময়লা বের করে দিতে হবে। এক্ষেত্রে ব্রাশ নরম থাকা প্রয়োজন। প্রতীকী ছবি
কানের দুল, আংটি পরিষ্কার করলে খেয়াল রাখতে হবে ভিতরের অংশেও ময়লা বের করে দিতে হবে। এক্ষেত্রে ব্রাশ নরম থাকা প্রয়োজন। প্রতীকী ছবি
সোনার গয়না পরিষ্কার ক্ষেত্রে অ্যামোনিয়া পাওয়া যায় বাজারে। হিরে এবং সোনার গয়না পরিষ্কার ব্যবহারে করা যায়। প্রতীকী ছবি
সোনার গয়না পরিষ্কার ক্ষেত্রে অ্যামোনিয়া পাওয়া যায় বাজারে। হিরে এবং সোনার গয়না পরিষ্কার ব্যবহারে করা যায়। প্রতীকী ছবি
 সোনার গয়না পরিষ্কার করতে অনেক সময় ভিনিগারও ব্যবহার করবেন না। না পারলে গয়নার দোকানে নিয়ে যান তবে ভিনিগার ব্যবহার করবেন না। প্রতীকী ছবি
সোনার গয়না পরিষ্কার করতে অনেক সময় ভিনিগারও ব্যবহার করবেন না। না পারলে গয়নার দোকানে নিয়ে যান তবে ভিনিগার ব্যবহার করবেন না। প্রতীকী ছবি