Gold Jewellery: বাড়িতে ‘এর’ বেশি সোনা রাখলেই জেলে যেতে হবে, কেনার আগে জেনে রাখুন পুরো নিয়ম

সোনা কেনা শুভ। এমনটাই বিশ্বাস করে ভারতীয়রা। পুজো বা অনুষ্ঠানে তাই সোনা কেনা এ দেশের রেওয়াজ। কাছের জনকে উপহার হিসেবে সোনা দেওয়ার চলও রয়েছে।
সোনা কেনা শুভ। এমনটাই বিশ্বাস করে ভারতীয়রা। পুজো বা অনুষ্ঠানে তাই সোনা কেনা এ দেশের রেওয়াজ। কাছের জনকে উপহার হিসেবে সোনা দেওয়ার চলও রয়েছে।
ছেলে বা মেয়ের বিয়ের জন্য অনেক আগে থেকেই মা-বাবা একটু একটু করে সোনা কিনে রাখতে শুরু করেন। যাতে সঠিক সময় কাজে লাগানো যায়। কিন্তু অনেকেই জানেন না, বাড়িতে সোনা রাখার নির্দিষ্ট সীমা রয়েছে। তার বেশি রাখলে জেলে যেতে হবে।
ছেলে বা মেয়ের বিয়ের জন্য অনেক আগে থেকেই মা-বাবা একটু একটু করে সোনা কিনে রাখতে শুরু করেন। যাতে সঠিক সময় কাজে লাগানো যায়। কিন্তু অনেকেই জানেন না, বাড়িতে সোনা রাখার নির্দিষ্ট সীমা রয়েছে। তার বেশি রাখলে জেলে যেতে হবে।
বাড়িতে নির্দিষ্ট সীমার বেশি সোনা রাখলে আয়কর বিভাগ হানা দিতে পারে। তাই সঠিক পরিমাণ জানা গুরুত্বপূর্ণ। সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)-এর নিয়ম অনুযায়ী, কৃষি থেকে আয়, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত টাকা এবং নির্দিষ্ট সীমা পর্যন্ত কেনা সোনার উপর কোনও কর ধার্য করা হয় না।
বাড়িতে নির্দিষ্ট সীমার বেশি সোনা রাখলে আয়কর বিভাগ হানা দিতে পারে। তাই সঠিক পরিমাণ জানা গুরুত্বপূর্ণ। সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)-এর নিয়ম অনুযায়ী, কৃষি থেকে আয়, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত টাকা এবং নির্দিষ্ট সীমা পর্যন্ত কেনা সোনার উপর কোনও কর ধার্য করা হয় না।
-বাড়িতে কত সোনা রাখা যায়: একজন অবিবাহিত মহিলা বাড়িতে ২৫০ গ্রাম পর্যন্ত সোনা রাখতে পারেন।-একজন অবিবাহিত পুরুষ বাড়িতে সোনা রাখতে পারেন ১০০ গ্রাম পর্যন্ত।

-বিবাহিত মহিলার ক্ষেত্রে বাড়িতে ৫০০ গ্রাম পর্যন্ত সোনা রাখায় ছাড় দেওয়া হয়েছে।
-বাড়িতে কত সোনা রাখা যায়: একজন অবিবাহিত মহিলা বাড়িতে ২৫০ গ্রাম পর্যন্ত সোনা রাখতে পারেন।
-একজন অবিবাহিত পুরুষ বাড়িতে সোনা রাখতে পারেন ১০০ গ্রাম পর্যন্ত।
-বিবাহিত মহিলার ক্ষেত্রে বাড়িতে ৫০০ গ্রাম পর্যন্ত সোনা রাখায় ছাড় দেওয়া হয়েছে।
তবে একজন বিবাহিত পুরুষ বাড়িতে ১০০ গ্রাম পর্যন্তই সোনা রাখতে পারবেন, তার বেশি নয়।
তবে একজন বিবাহিত পুরুষ বাড়িতে ১০০ গ্রাম পর্যন্তই সোনা রাখতে পারবেন, তার বেশি নয়।
সোনার উপর কর: সিবিডিটি-র নিয়ম অনুযায়ী, সোনা কেনার ৩ বছেরর মধ্যে বিক্রি করে দিলে, সরকার তার উপর স্বল্পমেয়াদি মূলধন লাভ কর আরোপ করে। একইভাবে ৩ বছর পর বিক্রি করলে দীর্ঘমেয়াদি মূলধন লাভ কর দিতে হয়।
সোনার উপর কর: সিবিডিটি-র নিয়ম অনুযায়ী, সোনা কেনার ৩ বছেরর মধ্যে বিক্রি করে দিলে, সরকার তার উপর স্বল্পমেয়াদি মূলধন লাভ কর আরোপ করে। একইভাবে ৩ বছর পর বিক্রি করলে দীর্ঘমেয়াদি মূলধন লাভ কর দিতে হয়।
ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে ট্যাক্সের নিয়ম: ডিজিটাল গোল্ড কেনার কোনও সীমা নেই। ফিজিক্যাল গোল্ডের তুলনায় রিটার্নও বেশি পাওয়া যায়। বিনিয়োগকারী চাইলে দিনে ২ লাখ টাকা পর্যন্ত ডিজিটাল সোনা কিনতে পারেন। এর উপর স্বল্প মেয়াদি মূলধন লাভ কর ধার্য হয় না। তবে ২০ শতাংশ হারে দীর্ঘমেয়াদি মূলধন লাভ কর দিতে হয়।
ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে ট্যাক্সের নিয়ম: ডিজিটাল গোল্ড কেনার কোনও সীমা নেই। ফিজিক্যাল গোল্ডের তুলনায় রিটার্নও বেশি পাওয়া যায়। বিনিয়োগকারী চাইলে দিনে ২ লাখ টাকা পর্যন্ত ডিজিটাল সোনা কিনতে পারেন। এর উপর স্বল্প মেয়াদি মূলধন লাভ কর ধার্য হয় না। তবে ২০ শতাংশ হারে দীর্ঘমেয়াদি মূলধন লাভ কর দিতে হয়।
ইদানীং অনেকে সোভেরিন গোল্ড বন্ডেও বিনিয়োগ করেন। এক্ষেত্রে বছরে সর্বোচ্চ ৪ কেজি সোনায় বিনিয়োগ করা যায়। ২.৫ শতাংশ হারে সুদ মেলে। প্রাপ্ত সুদের উপর কর ধার্য করা হয়। তবে বন্ড ৮ বছর ধরে রাখলে আর কর দিতে হয় না। ভাল বিষয় হল, সোভেরিন গোল্ড বন্ডে জিএসটি দিতে হয় না।
ইদানীং অনেকে সোভেরিন গোল্ড বন্ডেও বিনিয়োগ করেন। এক্ষেত্রে বছরে সর্বোচ্চ ৪ কেজি সোনায় বিনিয়োগ করা যায়। ২.৫ শতাংশ হারে সুদ মেলে। প্রাপ্ত সুদের উপর কর ধার্য করা হয়। তবে বন্ড ৮ বছর ধরে রাখলে আর কর দিতে হয় না। ভাল বিষয় হল, সোভেরিন গোল্ড বন্ডে জিএসটি দিতে হয় না।